Spread the love

শীতে হাত ও পা ফর্সা করার উপায় – Ways To Make Hands And Feet Fair In Winter

অনেকের মুখ ফর্সা কিন্তু হাত-পা শ্যামলা কিংবা সামান্য কালচে বর্ণের- দেখতে এজন্য বেশ লজ্জায় পড়তে হয়। আবার কারো শীত এলেই হাত ও পা কালো হয়ে যায়,, অন্যদের কথা কি আর বলবো আমার নিজেরি শীতকাল এলেই কালো হয়ে যায় হাত পা,, এজন্য অবশ্য ত্বকের পাশপাশি হাত ও পায়ের যত্ন নিতে হবে,, যেমনটা আমি নেই,, আজকে আপনাদের বলব, কিভাবে আপনি মাত্র কিছুদিনের মধ্যেই আপনার কালো হাত পা ফর্সা করে তুলতে পারবেন।


maxresdefault-1-1-1667662994149 শীতে হাত ও পা ফর্সা করার উপায় - Ways To Make Hands And Feet Fair In Winter

হাত পা ফর্সা করার প্রাকৃতিক উপায়



বাজারে দেখা যায়, হাত পা এর কালো দাগ দূর করতে অনেক ক্রিম বের হয়েছে। কিন্তু এ গুলোতে ক্যামিকাল মিশানো থাকে। তখন আরও হাত পায়ের ক্ষতি হয়,, আপনারা যদি বাড়িতে বসেই ফর্সা হাত ও পা চান তাহলে নিচের লিখা গুলো মন দিয়ে পড়ুন….

কাচা দুধ দিয়ে আপনি হাত পাকে করে তুলতে পারেন অনেক ফর্সা।-আধা কাপ কাচা দুধ

প্রথমে একটি বাটিতে আধা কাপ পরিমান কাচা দুধ নিবেন। কাচা দুধ তুলো দিয়ে আপনার হাত ও পায়ে মাখিয়ে নিবেন। এ ভাবে ১০ মিনিট অপেক্ষা করবেন। যখন শুকিয়ে যাবে তখন ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিবেন। খুব অল্প দিনের মধ্যে আপনার হাত ও পা আগের থেকে অনেক উজ্জ্বল হয়ে যাবে।


শীতে হাত পায়ের যত্ন


%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B8-1667662993679 শীতে হাত ও পা ফর্সা করার উপায় - Ways To Make Hands And Feet Fair In Winter

হাত-পা ফর্সা করার কার্যকরী উপায়



লেবুর রস দিয়ে হাত পায়ের রং ফর্সা করে তুলতে পারেন। লেবুর রসে আছে সাইট্রিক এসিড , যা ত্বকের রং ফর্সা করে। তাই আপনি যদি নিয়মিত লেবুর রস হাত ও পায়ে লাগিয়ে নিবেন। তবে আপনার হাত ও পা অনেক উজ্জ্বল ও ফর্সা হবে।

মধু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও হাত পা অনেক উজ্জ্বল হবে।

-৩ চামচ মধু

-৫ চামচ শসার রস

শসার পেস্ট ও মধু এক সাথে মিশিয়ে নিবেন। এর পর মিশ্রনটি আপনার হাত ও পায়ে লাগিয়ে ম্যাসাজ করে নিবেন। কিছু সময় পর ধুয়ে ফেলবেন।


applying-body-body-lotion-286951-803x1024-1667662993872 শীতে হাত ও পা ফর্সা করার উপায় - Ways To Make Hands And Feet Fair In Winter

হাত ও পা ফর্সা করার প্রাকৃতিক পদ্ধতি



> বেসন, হলুদের গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে হাতে,পায়ে ও গায়ে মাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। স্নানের আগে এই প্যাকটি লাগানোর চেষ্টা করুন।


> চন্দন এক চা চামচ, মুলতানি মাটি এক চা চামচ, মধু এক চা চামচ, হলুদ বাটা এক চা চামচ, এক চামচ গুঁড়া দুধ মিশিয়ে সপ্তাহে ৩ দিন করে লাগান।


হাত-পা কমল করার উপায়


>> বাদামের তেল এক টেবিল চামচ, অ্যালোভেরা জেল এক চা চামচ মিশিয়ে হাত পায়ে দিবেন। হাত, পা ফর্সা হবে।

>>রূপচর্চায় টমেটো ব্যবহার হয়ে থাকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে-জানেন নিশ্চয়ই টমেটো পেস্ট করে সেটি হাতে ও পায়ে লাগিয়ে রাখুন টানা ১৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অল্প কদিনের মধ্যেই পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন!।।




Tags – Skin Care Skin Tips


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *