Spread the love

শুষ্ক ত্বকের শীতকালের স্কিনকেয়ার রুটিন – Winter Skincare Routine For Dry Skin

শীতকালে নিজের ত্বকের ঠিকমতো যত্ন না করলে ত্বক এর মারাত্মক ক্ষতি হয়ে যায়।। প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় ত্বকের জন্য বরাদ্দ রাখলেই আপনার ত্বক থাকবে সুস্থ আর জেল্লাদার। প্রতিটি ত্বকের ধরনের নিজস্ব সমস্যা আছে, তবুও নিয়মিত যত্ন আর স্কিনকেয়ার রুটিন মেনে চললে সব সমস্যারই সমাধান পাওয়া যায়।। তাই আপনাদের মধ্যে যাঁদের ত্বক ড্রাই অর্থাৎ শুষ্ক, তাঁদের জন্য আমরা নিয়ে এসেছি ত্বক পরিচর্যার রুটিন যা সুস্থ রাখবে ত্বক।। কি কি করতে হবে সেটি জেনে নিন –


IMG_20221202_213321-1669997012528 শুষ্ক ত্বকের শীতকালের স্কিনকেয়ার রুটিন - Winter Skincare Routine For Dry Skin

শীতকালে ত্বকের আরেকটু যত্ন নিন


ত্বক পরিষ্কার করুন


সুস্থ ত্বক পাওয়ার প্রথম ধাপ হল ত্বক পরিষ্কার রাখা। ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো স্ট্রবেরি ক্রিম ফেসওয়াশ/ Lakmé Blush & Glow Strawberry Creme Face Wash-এর মতো পুষ্টিগুণে সমৃদ্ধ ফেসওয়াশ দিয়ে নিয়মিত মুখ ধুয়ে ফেলুন। এই ফেসওয়াশে রয়েছে আসল স্ট্রবেরির নির্যাস যা ত্বক পরিষ্কার করে অথচ ত্বক শুষ্ক করে না। আমি নিজেই এই ফেস ওয়াশ ব্যবহার করি।।।


হাইড্রেটেড থাকুন: সারাদিন আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত জল ও অন্যান্য পানীয় পান করুন।


শীতের স্কিন কেয়ার রুটিন


টোনার মেখে নিন


শুষ্ক ত্বক হলে অ্যালকোহল-মুক্ত টোনার মাখাই সবচেয়ে ভালো। তাতে ত্বক পরিষ্কার থাকে, স্কিনকেয়ার প্রডাক্ট ত্বকে ভালোভাবে শোষিত হয়, ত্বকের পিএইচ ব্যালান্স বজায় থাকে।


বাদ দেবেন না ময়শ্চারাইজার


শুষ্ক ত্বকে নিয়মিত আর্দ্রতা জোগাতে সকালেই ময়শ্চারাইজার মেখে নিন। ল্যাকমে অ্যাবসলিউট হাইড্রা প্রো জেল/ Lakmé Absolute Hydra Pro Gel এর মতো হাইড্রেটিং ময়শ্চারাইজার মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। এই ময়শ্চারাইজারের হ্যালুরনিক অ্যাসিড আর পেন্টাভিটিন শুষ্ক ত্বকের আর্দ্রতা নিমেষে 70 শতাংশ বাড়িয়ে দেয় আর সেই আর্দ্রতা ধরে রাখে ।।


শীতের মর্নিং স্কিনকেয়ার রুটিন


ত্বকের আর্দ্রতা বাড়ান


আপনার ত্বক পরিচর্যার রুটিনে নাইট ক্রিম রাখা দরকার। শান্তিপূর্ণ ভালো ঘুম এমনিতেই ত্বকের পক্ষে উপকারী, একটি ভালোমানের ওভারনাইট ক্রিম মাখলে ত্বক থাকবে স্বপ্নের মতোই সুন্দর।

শীতের জন্য ডিআইওয়াই ফেসমাস্ক


ফেস মাস্ক আপনার ত্বককে হাইড্রেট করতে পারে, ময়লা অপসারণ করতে পারে এবং ত্বকের ছিদ্রগুলি উন্নত করতে সহায়তা করতে পারে। ব্যাবহার করতে পারেন মধু,, এতে আপনার মুখের ফুসকুড়ি এবং ব্রণ বৃদ্ধির জন্য দায়ী ব্যাকটেরিয়া থেকে আপনার ত্বক পরিষ্কার করতে সহায়তা করে।


এই শীতে শুষ্ক ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়ে


অতিরিক্ত এক্সফোলিয়েশন এড়িয়ে চলুন: ত্বক এক্সফোলিয়েট করলে এটি ত্বকের মৃত কোষ, অমেধ্য এবং ছিদ্র খুলে ফেলতে সাহায্য করে। তবে এর ফলে ত্বক শুষ্কও হতে পারে। আপনার যদি শুষ্ক ত্বক থাকে তবে অতিরিক্ত এক্সফোলিয়েশন এড়িয়ে চলুন কারণ এটি লালভাব, প্রদাহ এবং জ্বালা হতে পারে।।।




Tags – Skin Tips Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *