শুষ্ক ত্বকের সমস্যা? এর সমাধান জানুন – Problems With Dry Skin? Learn The Solution
শুষ্ক ত্বকের সবচেয়ে সমস্যা হল, ত্বক খসখসে হয়ে যায় সহজেই এবং চুলকানি হয়। মুখে টান লাগে। এতে অস্বস্তি তো হয়ই, পাশাপাশি ত্বক হারিয়ে ফেলে তার প্রাকৃতিক উজ্জ্বলতা। তাই শুষ্ক ত্বকের পরিচর্চার জন্য আমরা নিয়ে এসেছি ৩ টি ঘরোয়া সমাধান। শুষ্ক ত্বকের যত্নে ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে, এটি আপনার ত্বকে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না, উপরন্ত ত্বকের কোমলতা বজায় থাকবে।
শুষ্ক ত্বকের যত্ন
এর জন্য কী কী উপাদান, কীভাবে ব্যবহার করবেন দেখে নিন-
কলা- কলা খাওয়া শরীরের পক্ষে উপকারী, তেমনি ত্বকের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রেও একই ভাবে কার্যকরী। কলা হচ্ছে প্রাকৃতিক উপাদান যা ত্বককে ময়েশ্চারাইজ করে। কলার মধ্যে ভিটামিন সি, এ পটাশিয়াম, ক্যালসিয়াম, ফস্ফরা এবং কার্বোহাইড্রেট রয়েছে। এই সব উপাদান শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করার জন্য ভীষণ ভাবে কার্যকর। এর জন্য কলার পেস্টে নারকেল তেল যোগ করে ত্বকের ওপর প্রয়োগ করুন। হালকা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করতে সাহায্য করবে।
শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন? ব্যবহার করুন এই ঘরোয়া টোটকাগুলি!
নারকেল তেল- শুষ্ক ত্বকের ওপর দারুণ কার্যকরী নারকেল তেল। এর জন্য এক চামচ বেসনের সঙ্গে পরিমাণ মত নারকেল তেল যোগ করুন। উপাদান দুটিকে ভাল করে মিশিয়ে নিন এবং ত্বকের ওপর প্রয়োগ করুন। ২০ মিনিট ত্বকের ওপর রাখার পর গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।