Categories: Skin Problem

শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে সেরা ১০ টি টিপস -Top 10 Tips To Get Rid Of Dry Skin Problems

Spread the love


শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে সেরা ১০ টি টিপস -Top 10 Tips To Get
Rid Of Dry Skin Problems

আমাদের মধ্যে অনেকেরই শুষ্ক ত্বক রয়েছে।আমরা জানি শুষ্ক ত্বকের অনেক সমস্যা
দেখা দেয়। তবে আজকে আমরা জেনে নেবো ঘরে বসেই শুষ্ক ত্বকে কিভাবে আমরা যত্ন
নেব। শুষ্ক ত্বকের যত্ন নিতে কিছু বেসিক টিপস
(১) দৈনিক এক বারের বেশি গোসল করা উচিত না
(২) সাবান ব্যবহার না করাই ভালো সাবানের পরিবর্তে আপনারা নিমজাতীয় কোন
ফেসওয়াস ভালো করে জাতীয় কিছু ফেসওয়াশ ব্যবহার করতে পারেন কারণের মধ্যে
রয়েছে তার জাতীয় কিছু উপাদান যা আপনাদের ত্বককে রুক্ষ ও শুষ্ক করে দেয়।

মুখের ত্বকের শুষ্কতা দূর করার উপায়

(৩) ত্বকের যে জায়গা বেশি শুষ্ক সেখানে স্ক্রাব ব্যবহার করবেন না
(৪) স্নানের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। লোশান এর চেয়ে ক্রিম অথবা
অয়েনমেন্ট দিলে ভালো হয়।
(৫) বেশি রোদে থেকে দূরে থাকা ভালো, কারন রোদে গেলে আমাদের ত্বক  রুক্ষ ও
শুষ্ক করে যায়।
(৬) রাতে অবশ্যই ঘুমোনোর আগে নাইট ক্রিম ব্যবহার করে ঘুমান।
(৭) অলিভ অয়েল আমাদের শরীর এবং আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী। অলিভ ওয়েল
এর মধ্যে থাকা মধ্যে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডান্ট শুধু আপনার মুখ নয়,
পুরো শরীরের ত্বকের যত্ন নেয়৷ স্নানের আধ ঘণ্টা আগে মুখে ও পুরো শরীরে অলিভ
অয়েল মেখে নিন৷ তার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং তারপর
ময়েশ্চারাইজার লাগান।

ত্বকের শুষ্কতা দূর করার উপায়

(৮)পাকা কলা ও মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন৷ মুখে লাগান প্রলেপের মতো করে, তার
পর 20-25 মিনিট রেখে ধুয়ে ফেলুন ও ময়েশ্চরাইজ়ার লাগান৷ এটি নিয়মিত ব্যবহারের
ফলে ত্বক পাবে প্রয়োজনীয় আর্দ্রতা, তা হয়ে উঠবে নরম ও কোমল৷ পাকা কলা, মধু আর
সরের প্রলেপও শুষ্ক ত্বকের খুব ভালো।

শুষ্ক ত্বকের ঘরোয়া যত্ন

(৯)  আমরা জানি নারকেল তেল আমাদের অনেক উপকারী। নারকেল তেলের সঙ্গে কিছুটা
পরিমান অ্যালোভেরা জেল এবং এক চামচ মধু দিয়ে কয়েক মিনিট ধরে মুখে মাসাজ করুন
এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক কোমল হয়ে যাবে।

হাতের শুষ্কতা দূর করার উপায়


(১০)কমলালেবুতে উপস্থিত ভিটামিন সি দূর করে বলিরেখা৷ কমলালেবুর খোসা,, ময়দা বা
বেসনের প্রলেপের ব্যবহার রূপটান হিসেবে বহুদিন প্রচলিত৷ এই শীতে যত কমলালেবু
খাবেন, তার খোসা ফেলবেন না৷ সব রোদে শুকনো করে রেখে দিন৷ পরে গুঁড়ো করে
ব্যবহার করতে পারবেন।
টিপস গুলোর মাধ্যমে আপনার রুক্ষ ও শুষ্ক ত্বকের যত্ন নিন এবং পেয়ে যান কোমল
সুন্দর ত্বক।।
Moni Sarkar

Leave a Comment
Share
Published by
Moni Sarkar

Recent Posts

Top 3 Summer Facial Mask : গরমে মুখের জেল্লা ফেরাবে ৩ ফেস মাস্ক

Facial mask for glowing skin: গরমে ত্বকের যত্ন নেওয়ার সবচেয়ে বেস্ট উপায়গুলোর মধ্যে অন্যতম হলো…

1 day ago

Raisin Water Benefits: কিসমিস জলের ৫ উপকারিতা

কিসমিস বলতে বাঙালি কিংবা আবাঙালি সকলের বেশ প্রিয়…..নানান জিভে জল আনা পদে কিসমিস ব্যবহার করা…

3 days ago

3 Best Facial Cleanser: গ্রীষ্মের সেরা ফেস ক্লিনজার

গরমে ত্বকের জেল্লা ও সৌন্দর্য ধরে রাখা বড়ো একটি চ্যালেঞ্জ এর ব্যাপার….. এর জন্যে নিয়মিত…

3 days ago

La Shield SPF 40 PA Sunscreen Gel Benefits

In this sun, the harmful ultraviolet rays of the sun seriously damage our skin, and…

3 days ago

Summer Wear For Women: গ্রীষ্মকালে মহিলাদের পোশাক

শুরু হয়েছে কদিন ধরে গ্রীষ্মের তাপদাহ। কিন্তু এই গরমে কাজের জন্য বাইরে তো বেরোতে হবে।…

4 days ago

গরমে শিশুর খাবার তালিকা:Summer Baby Food List

গরমের যা তীব্রতা এর মধ্যে বাচ্চা থেকে বুড়ো সকলে অসুস্থ হয়ে যাচ্ছে,, এতো গরমের কারণে…

4 days ago