Spread the love

শেভিং করার পর ত্বকের যত্ন নিবেন কিভাবে – How To Take Care Of Skin After Shaving



সঠিকভাবে শেভিং করুন- পা বা হাতে শেভিং কীভাবে করছেন, তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ জানেনই না শেভিং করার জন্য কেমন রেজার প্রয়োজন। বা কিভাবে করা উচিৎ,, প্রায় সেভিং করলে ত্বক স্বাভাবিকভাবে শুষ্ক, সংবেদনশীল হয়ে পড়ে। এর জন্যে ময়েশ্চারাইজিং শেভিং ক্রিম ব্যবহার করে শেভ করতে পারেন। নতুবা সাবান ও জল দিয়ে ত্বক ধোয়ার পর শেভ করতে পারেন। তাতে ত্বক থাকে কোমল।

IMG_20220620_193103-1655734001938 শেভিং করার পর ত্বকের যত্ন নিবেন কিভাবে - How To Take Care Of Skin After Shaving

শেভিং করার পর বারবার সমস্যা? জেনে নিন সহজ টিপস


রেজার ব্যবহার না করে ব্যাটারি চালিত এপিলেটর ব্যবহার করতে পারেন। এই বৈদ্য়ুতিক যন্ত্রের ফলে লোম শিকড় থেকে চুল টেনে আনে।


বিশেষ করে ব্ল্যাকহেডস থাকলে এক্সফোলিয়েটিং করা সবচেয়ে বেশি কার্যকরী। মসৃণ ত্বক পেতে সাহায্য করে এটি। শেভিংয়ের পরে খোলা রোমছিদ্রের মুখ বন্ধ করতে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলা জরুরি। তা না হলে ধুলোময়লা জমে রোমছিদ্রের মুখ বন্ধ হয়ে যেতে পারে। তাই গরমজল দিয়ে সমস্ত শেভিং ফোম ধুয়ে ফেলার পর ত্বক খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিন। তা হলে রোমছিদ্র ফের সংকুচিত হয়ে যাবে, ধুলোময়লা জমে মুখ বন্ধ হতেও পারবে না।

ক্লিন শেভ করতে পছন্দ করেন! জেনে নিন কীভাবে ত্বকের যত্ন নেবেন?

রোম কামানোর পরে ত্বকে যাতে প্রদাহ বা জ্বালা না করে, তার জন্য ময়শ্চারাইজার মাখতেই হবে। ভুলভাবে শেভ করলে বা একই জায়গায় বারবার ক্ষুর চালালে ত্বকে জ্বালা করতে পারে।


শেভিং করার পর ত্বকের যত্ন নিবেন এভাবে,,

ভালোমানের সানস্ক্রিন লোশন না মেখে রোদে বেরোনো এমনিতেই একদম উচিত নয়, বিশেষ করে শেভ করার পরে তো নয়ই! সদ্য রোম কামানো ত্বক অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে, এবং তাতে সরাসরি রোদ লাগলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে।

নির্দিষ্ট সময় অন্তর ব্রেলট পাল্টে ফেলা খুব জরুরি। পুরনো রেজর ভালো কাজ করছে মানেই সেটার ব্যবহার চালিয়ে যেতে হবে, তা নয়। একটা সময় পর ক্ষুরে মরচে ধরে যায়, তাই তা সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া দরকার। তা ছাড়া পুরনো রেজরে ব্যাকটেরিয়া জন্মায় যা থেকে সংক্রমণ,আঁচিল, রোমের গোড়ায় ফোঁড়ার মতো নানা সমস্যা দেখা দিতে পারে।


হাঁটু, কনুই আর গোড়ালির ত্বক শরীরের বাকি অংশের ত্বকের মতো নরম মসৃণ রাখতে এক্সফোলিয়েশনকে বডিকেয়ার রুটিনের নিয়মিত অংশ করে নিন। এক্সফোলিয়েটিং করলে ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষ উঠে যায়।


মৃত কোষ জমে থাকলে পিগমেন্টেশন আর শুষ্কতা দেখা দেয় যা নিয়মিত এক্সফোলিয়েট করে এড়ানো সম্ভব। সপ্তাহে একবার কি দু’বার বডি স্ক্রাব দিয়ে এক্সফোলিয়েট করুন।


Tags – Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *