Spread the love

সঞ্চয় করতে আজ থেকেই এই অভ্যেস গুলো বদলে ফেলুন – Change These Habits From Today To Save

IMG_20220421_211618-1650556020479 সঞ্চয় করতে আজ থেকেই এই অভ্যেস গুলো বদলে ফেলুন - Change These Habits From Today To Save


আয় আপনি কম বেশী যত টুকুই করুণ সঞ্চয় বিষয়টা সব সময়ই মাথায় রাখা উচিত। কারণ, ভবিষ্যত কতটা বিলাসিতা হবে, তা একেবারেই নির্ভর করে আপনার সঞ্চয়ের উপর। কিন্তু অনেক চেষ্টা করেও, সঞ্চয় হচ্ছে না? কিছুতেই খরচ কমাতে পারছেন না? ভাবছেন কী করবেন? তাহলে আজ থেকেই এই অভ্যাসগুলো পাল্টে ফেলুন।।।


সঞ্চয় করতে হলে এই অভ্যেস গুলো ত্যাগ করতে হবে

প্রত্যেক মাসে একটা বাজেট অনুযায়ী চলুন। সেই অনুযায়ী, একটা তালিকা তৈরি করুন। প্রয়োজনে প্রত্যেক খাতের জন্য আলাদা আলাদা খাম রাখুন। সেই খামেই রেখে দিন টাকা। এরপর একটা খাম রাখুন সেভিংসের জন্য। এই খসড়াটা সেরে নিতে পারেন মোবাইল ফোনেও। খরচের তালিকা থাকলে বুঝতে পারবেন কবে, কোথায়, কীভাবে সামাল দিতে হবে। বা কত টুকু টাকা খরচা করবেন।।


IMG_20220421_211632-1650556011791 সঞ্চয় করতে আজ থেকেই এই অভ্যেস গুলো বদলে ফেলুন - Change These Habits From Today To Save


অনলাইন শপিং এই নেশাকে মাথা থেকে ঝেড়ে ফেলুন।। সঞ্চয় করতে হলে প্রথমেই এই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে। মোবাইল ফোন থেকে সমস্ত শপিং অ্যাপ ডিলিট করে দিন। প্রয়োজন না পরলে, শপিং থেকে নিজেকে দূরেই রাখুন।।


সঞ্চয় করতে এই অভ্যেস গুলো বদলে ফেলুন

কাছে কোথাও গেলে হেঁটেই যান। অযথা অটো, রিক্সা নেওয়ার প্রয়োজন নেই। বাজারে গিয়ে ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিন কিংবা বন্ধুদের সাথে দুদিন পরপর আড্ডা জমা দিতে গিয়ে নিজের জমানো টাকা খরচা করা বন্ধ করে দিন।।সিগারেট বা অন্য কোনও নেশা থাকলে, বাদ দিয়ে দিন।। এতে আপনার শরীরও ভালো থাকবে আপনার টাকা ও বাঁচবে।।

এমনকি আমরা অনেকই নেটফ্লিক্স, সিনেমা, গেম খেলার জন্য মোবাইলে অনেক টাকা রিচার্জ করি কিন্তু আপনারা যদি একটু ভেবে চিন্তে ফোনের রিচার্জ করেন যতটুকু প্রয়োজন ততটুকুই করেন তবে দেখবেন এখান থেকে অনেক টাকা সেভ হয়ে যাবে।।



Tags – Life Style Money saving

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *