Spread the love

সঠিক পদ্ধতিতে ফাউন্ডেশন লাগানোর নিয়ম – Rules For Applying Foundation In The Correct Manner


প্রতিটি মেকআপ প্রোডাক্ট ব্যবহারের কিছু নিয়মাবলী থাকে,, সেই নিয়ম অনুযায়ী না করলে আপনার মেকাপ কখনোই পরিপূর্ণতা লুক দেবে না,, অনেক দাম দিয়ে কিনেও যদি সঠিকভাবে সেই বিধি না মানা হয়, তা হলে কিন্তু সত্যিই কোনও লাভ নেই। ঔজ্জ্বল্য ত্বক পেতে আরও আপনাকে শিখে নিতে হবে ফাউন্ডেশন ব্যবহারের কয়েকটি বিশেষ নিয়ম।



foundations_edited-1664468451160 সঠিক পদ্ধতিতে ফাউন্ডেশন লাগানোর নিয়ম - Rules For Applying Foundation In The Correct Manner

ফাউন্ডেশন লাগানোর সঠিক পদ্ধতি জেনে নিন



সেগুলি কি কি দেখে নিন –


প্রথমে মুখ ভালো করে ক্লিঞ্জার দিয়ে ধুয়ে নিন। ত্বকের জন্য উপযোগী এমন কোন ময়েশ্চারাইজার লাগান।


প্রাইমার: তারপর মুখে প্রাইমার লাগান যাতে মুখের ত্বকের সব ছিদ্র ও ফাইন লাইনগুলো ভরাট হয়। প্রাইমার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।


এরপর আসে ফাউন্ডেশন লাগানোর সঠিক পদ্ধতি-


যখনই ফাউন্ডেশন লাগাবেন, প্রাইমার লাগাতে একদম ভুলবেন না। কারণ, প্রাইমার আপনার ফাউন্ডেশনেশনের জন্য একটা বেস তৈরি করে।



ফাউন্ডেশন ব্যবহারের সঠিক নিয়ম


অনেকেই ফাউন্ডেশন কেনার পরে মুখে ব্যবহারের সময় দেখেন যে, শেইড ম্যাচ করছে না। অথচ দোকানে আপনি ম্যাচ করেই কিনেছেন। ফাউন্ডেশন কেনার সময় সবসময় আপনার চোয়ালে ফাউন্ডেশন লাগিয়ে দেখবেন। যদি দেখেন ফাউন্ডেশন লাগানোর পর সেটি আর আপনার চোয়ালের স্কিন শেইড একসাথে মিলে গেছে, তাহলে বুঝবেন ওইটাই আপনার পারফেক্ট শেইড।

দোকান থেকে ফাউন্ডেশন শেইড ম্যাচ করার সময় তা দোকানের আর্টিফিশিয়াল লাইটেই ম্যাচ করি। যার ফলে বাসায় এসে দেখা যায় শেইড মিলছে না। এটা কখনোই করা যাবে না। কারণ, আর্টিফিশিয়াল লাইটে ফাউন্ডেশনের আসল শেইড বোঝা যায় না।


ফাউন্ডেশন ব্যবহারের গুরুত্বপূর্ণ টিপস!


এই তো গেলো ফাউন্ডেশন ব্যবহারের জন্য শেইড ম্যাচিং-এর কথা। এবার একটু ব্যবহারের দিকে আসি।

যখনই ফাউন্ডেশন লাগাবেন মুখের কেন্দ্র বা সেন্টার থেকে লাগাবেন। ধীরে-ধীরে হেয়ারলাইন ও জ লাইনের দিকে সরে যাবেন। ত্বক আর্দ্র রাখুন।।



normal6664597451523372893-1664468451597 সঠিক পদ্ধতিতে ফাউন্ডেশন লাগানোর নিয়ম - Rules For Applying Foundation In The Correct Manner


ফাউন্ডেশন ব্যবহারের সঠিক নিয়ম


আপনার ত্বক শুষ্ক হলে ফাউন্ডেশনের কারণে আরও শুকনো দেখাতে পারে। নিয়মিত সিরাম, ফেস ক্রিম, আই ক্রিম ব্যবহার করে ত্বকের আর্দ্রতা বজায় রাখুন।ফাউন্ডেশন লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করবেন, তাড়াহুড়ো করে করবেন না আর ঘষবেন না ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবেন তাহলে ফাউন্ডেশন আপনার ত্বকে বসবে ভালো।।



ফাউন্ডেশন যেভাবে ব্যবহার করতে হয়


কনসিলার লাগান ফাউন্ডেশনেরও আগে

মুখের খুঁত, দাগছোপ প্রথমে কনসিলার দিয়ে ঢেকে দিন, তারপর ফাউন্ডেশন লাগান৷ নিখুঁত ফিনিশ পাবেন৷এরপর লুস পাউডার দিয়ে ফাউন্ডেশেনটি লক করে দিন।


ফাউন্ডেশন দিয়ে বেস তৈরি করা হয়ে গেলে মুখে ফেসমিস্ট স্প্রে করে নিন৷ এতে মুখে একটা বাড়তি কিন্তু স্বাভাবিক কমনীয়তা ও উজ্জ্বলতা আসবে৷


93651907-1664468451430 সঠিক পদ্ধতিতে ফাউন্ডেশন লাগানোর নিয়ম - Rules For Applying Foundation In The Correct Manner


পুজোর সময় যেভাবে ফাউন্ডেশন লাগাবেন

টিপস

১. ফাউন্ডেশন গোলাপি ও হলুদ এই দুই টোনের হয়। তাই কেনার আগে ত্বক বুঝে কিনুন।


২. ফাউন্ডেশন কেনার সময় বেশিরভাগ মানুষ যে ভুলটা করে থাকেন তা হচ্ছে, ফাউন্ডেশন হাতে লাগিয়ে এর রঙ যাচাই করেন। কিন্তু আমাদের মুখের ত্বকের চেয়ে হাতের ত্বক ভিন্ন ধরণের হয়।

৩. তৈলাক্ত ত্বকের অধিকারীদের ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করা উচিৎ। না হলে দিন শেষে মুখের তেল বের হবে দেখতে বাজে লাগবে।।।


৪. আর অবশ্যই ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে প্রাইমার ও ময়েশ্চারাইজার ব্যবহার করবেন নয়তো ফাউন্ডেশন দেখতে কালো কালো লাগবে।।




Tags – মেকাপ টিপস্ ফ্যাশন টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *