Spread the love

সহবাসের পর তলপেটে ব্যাথা হয় কেনো :Why Pain In The Lower Abdomen After Intercourse


যৌন মিলন সবারিই এক চাহিদার বিষয়,, কিন্তু এখানে আপনার সঙ্গীর অস্বস্তি হচ্ছে, পেইন হচ্ছে!! ব্যথা লাগছে সেটা কখনো ভেবেছেন কি? এক সমীক্ষার রিপোর্ট পেশ করে বলা হয়েছে, প্রায় ৪০ শতাংশ মহিলা যোনিপথে ইন্টারকোর্সের সময়ে ব্যথা পান।!


মহিলাদের যৌনমিলনের সময়ে যে কারণগুলোর জন্য ব্যথা হয়, সেগুলো জানা থাকলে সমস্যার সমাধান হতে পারে সহজেই –


IMG_20230415_211707-1681573638121 সহবাসের পর তলপেটে ব্যাথা হয় কেনো - Why Pain In The Lower Abdomen After Intercourse

সহবাসের পর যোনি জলে কেনো


ফোর প্লে সঠিক ভাবে করতে হবে

ফোরপ্লে ঠিক করে না করলে, সহজাতভাবে কখনোই একজন মহিলার ফ্লুইড সিক্রিশন হবে না। তাতে ভ্যাজাইনাল ওয়াল বা যোনির দেওয়াল শুকনো থাকবে, ঘর্ষণ বেশি হবে। ব্যথা করবে।


যদি মানসিকভাবে আপনি কাছাকাছি আসার জন্য প্রস্তুত না থাকেন, বা অতিরিক্ত স্ট্রেস বা টেনশনের শিকার হন, সেক্ষেত্রে কিন্তু সাবলীল মিলনের আশা না করাই ভালো। যদি ইন্টারকোর্সের আগে যৌনাঙ্গ যথাযথভাবে উত্তেজিত ও পিচ্ছিল না হয়, তা হলেও অস্বস্তি হতে পারে। আবার অনেকের যৌনাঙ্গ যৌন মিলনের জায়গা ছোটো হলেও পেইন হওয়ার সম্ভাবনা রয়েছে,,অনেকের আবার মিলনের পর ভ্যাজাইনা বা তার আশপাশের অঞ্চল, লাবিয়া, ইউটেরাস, পেলভিক রিজিয়ন, কোমর বা ব্লাডারে তীব্র ব্যথা হয়।


মেয়েদের তল পেট ব্যাথা কিসের লক্ষন


পিরিয়ডের সময় সহবাস করলে সহবাসের পর পেট ব্যাথা করে,, কারণ নারী মাসিক চক্রের বিভিন্ন পয়েন্টে বেশি স্পর্শকাতর হয়ে পড়ে। এসময় তাদের স্পর্শকাতর স্থানে পেনিসের অতিরিক্ত ধাক্কা বা চাপে অস্বস্তিকর অনুভূতি হতে পারে।’ আপনার পিরিয়ডের সময় সহবাস করলে এবং এরপর পেটে ব্যথা অনুভূত হলে এর সঙ্গে মাসিক চক্রের যোগসূত্র থাকার সম্ভাবনা বেশি।


IMG_20230415_211629-1681573638635 সহবাসের পর তলপেটে ব্যাথা হয় কেনো - Why Pain In The Lower Abdomen After Intercourse

জরায়ুতে ব্যাথা হয় কেনো


আবার সেক্স পজিশনের কারণে এমনটা হতে পারে, কিছু পজিশনে (যেমন- ডগি স্টাইল অথবা পুরুষের ওপর নারী) পেনিস স্বাভাবিকের চেয়ে গভীরে প্রবেশ করে এবং জরায়ুকে আঘাত করে বেশি। এতে অস্বস্তিকর অনুভূতি হয় ও মাংসপেশি সংকুচিত হয়ে পড়ে।’তখন ব্যাথা বেশি অনুভব হয়।।

মহিলাদের যোনিদেশ যেহেতু অনেকগুলো মাংসপেশি দ্বারা গঠিত, যদি পুরুষসঙ্গীর যৌনাঙ্গের আকার মহিলার জোনির তুলনায় অনেকটা বড় হয় সেক্ষেত্রে মিলনের (sex) সময়ে ব্যথা লাগতে পারে।


একদিনে দুবার/তিনবার মিলন করার পর কি হয় –


যাদের উত্তেজনার হার একটু বেশি তারা ২৪ঘণ্টার মধ্যে দুবার মিলিত হতে পারেন। অনেকে দিন তিনবার বা চার বার মিলিত হতে চান। একথা ঠিক যে যাদের লাইফে সেক্স সহজ ভাবে চলে তাদের জীবনে সমস্যা খানিকটা কম থাকে। কারণ, উত্তম সহবাস আমাদের হরমোনকে স্বাভাবিক ভাবে কাজ করতে দেয়, হ্যাপি হরমোন দুর্দান্ত ভাবে কাজ করে, প্রিয় মানুষের সাথে দিন শেষে শেক্স সত্যিই বেশ ভালো লাগে।। আর যদি সেই মানুষটিকে প্রথমবার এভাবে এতোটা কাছে পাওয়া যায়…..!!


সহবাসের পর ব্যাথা হলে কি করণীয়


অতিরিক্ত মিলন আপনার শরীরকে নিস্তেজ করে দিতে পারে। সারা শরীর ব্যাথা অনুভব হবে।।

সপ্তাহে কতবার সহবাস করা উচিৎ


IMG_20230415_211644-1681573638400 সহবাসের পর তলপেটে ব্যাথা হয় কেনো - Why Pain In The Lower Abdomen After Intercourse
আরও পড়ুন,

এক রাতে কতবার মিলন করা যায়


দুই বারের বেশি মিলনের ফলে যৌনাঙ্গে খুবই ব্যথা অনুভব হয়।।। অসহ্য ব্যাথা…!


সারাদিন ক্লান্তি অনুভব করবে এবং খিদে কাজ করবে।


কতবার সহবাস করা উচিৎ


যারা প্রথম মিলিত হচ্ছেন তাদের ক্ষেত্রে বহুবার যৌন মিলন স্বাভাবিক হলেও ততক্ষণ এবং ততবারই করুন যতক্ষণ আপনার শরীর ও মন দুই একসঙ্গে সাথ দিচ্ছে।


মাথা প্রচণ্ড ব্যাথা করবে।।।


মেয়েদের তলপেটের ব্যথা কমানোর উপায়:


১. তলপেটের ব্যথা কমাতে প্রাকৃতিক সমাধান হিসেবে চায়ের সঙ্গে পুদিনা পাতা খেতে পারেন।


২. ব্যথা কমাতে আদা চা খেতে পারেন। আদা চা অত্যন্ত উপকারি।


৩. কলায় প্রচুর পরিমানে ফাইবার থাকে। তলপেটের ব্যথা কমাতে পাকা কলা খেতে পারেন।


৪. এক কাপ জলে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে পান করলে উপকার পাবেন।এটি পেটের ব্যথার কমাতে সাহায্য করে।


৫.তলপেটের ব্যথা কমাতে গরম জলের ব্যগ দিয়ে পেটে ছ্যাক দিতে পারেন। এতে আরামবোধ করবেন।।।।



Tags – Sex life, Sex pain, Life Style




By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *