Spread the love

সান ট্যানকে দূর করার উপায় – Ways To Get Rid Of Sun Tan


ত্বকে ট্যান পড়েছে? চোখের নীচে কালো কালি দাগ ও পড়েছে? ত্বকে কালচে দাগ-ছোপ? ত্বকের এতো সমস্যা নিয়ে চিন্তায় ভুগছেন? অনেক নামীদামি ব্র্যান্ড-এর কসমেটিক্স ব্যবহার করে ফল মিলছে না? টেনশন দূর করুণ,,একেবারে ঘরোয়া উপায়ে দূর করুন ত্বকের দাগ-ছোপ………….



IMG_20221220_120720-1671518250912 সান ট্যানকে দূর করার উপায় - Ways To Get Rid Of Sun Tan

মুখের ট্যান দূর করার উপায়


শীতের সময় সবচেয়ে বড় সমস্যা ত্বকে দেখা দেয়। শীতের সূর্যের আলো থেকে শরীর, বিশেষ করে মুখ নিজের স্বাভাবিক রঙ হারায়। কালো রঙের স্পট দেখা দেয় যে সব জায়গায় সূর্যের আলো বেশি করে লাগে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায়। সান ট্যান বা রোদে ত্বক পোড়ার ফলে ব্রণ, অসময়ে মুখে বলিরেখা, কালো ছোপ ও অন্যান্য নানা সমস্যা দেখা দেয়।

রোদ থেকে বাড়ি ফিরে কাঁচা দুধে তুলো ভিজিয়ে মুখ, গলা, ঘাড় এবং শরীরের অনাবৃত অংশ পরিষ্কার করে নিন। এতে ট্যান বা সূর্যে পোড়া দাগ দূর হবে।


ট্যান রিমুভ করার উপায়


১/ সান ট্যান দূর করতে টমেটোর প্যাক

সান ট্যান থেকে ত্বকের যত্ন নিতে টমেটো খুবই কার্যকরী। টমেটো ত্বকের গভীরের থেকে ময়লা বের করে আনে। ফলে ত্বক উজ্জ্বল ও দাগ মুক্ত হয় সহজে।


উপকরন

টমেটো, দই, লেবু , ভিটামিন ই ক্যাপসুল

কিভাবে ব্যবহার করবেন

১ টি মাঝারী সাইজের টমেটো নিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার টমেটোর পেস্টটিতে ১ চামচ লেবুর রস ও ২ চামচ টক দই ভিটামিন ই ক্যাপসুল এর ভেতরের অংশটি মেশান। ভালো করে মিশ্রণটি বানানোর পর শরীরের ট্যান হয়ে যাওয়া এরিয়াতে লাগান। ৩০ মিনিট পর ভালো করে ঠাণ্ডা জলে দুয়ে পরিষ্কার করে নিন। এক সপ্তাহ রোজ দিনে দুবার করে প্যাকটি ব্যবহার করুন। সান ট্যান থাকবে না।


সান ট্যান দূর করুন ঘরে বসেই

২/ উপকরন

১ টি শসা, গোলাপজল, লেবু


কিভাবে ব্যবহার করবেন

১ টি মাঝারী সাইজের শসা পেস্ট করে রস বের করে নিন। এবার এতে ১চামচ লেবুর রস ও ২ চামচ গোলাপজল মেশান। শরীরের ট্যান হয়ে যাওয়া এরিয়াতে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এক সপ্তাহ রোজ একবার করে করুন বাইরে রোদের থেকে এসে।


ট্যান অপসারণ প্যাক বাড়িতে তৈরি

৩/ সান ট্যান দূর করতে আলুর প্যাক

সান ট্যান দূর করতে আলুর ব্যবহার করতে পারেন।


উপকরন

আলু, জল , এলোভেরা

কিভাবে ব্যবহার করবেন

২ টো আলু নিয়ে ভালো করে পেস্ট করে রস বানান। এবার তাতে অল্প জল মিশিয়ে নিন। রেডি আপনার প্যাক। ট্যান হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর জল দিয়ে দুয়ে নিন। রোজ একবার করে এপ্লাই করুন।


সানট্যান দূর করার ঘরোয়া পদ্ধতি

লেবু ও মধু পিগমেন্টেইশন দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে। একটা লেবুর রস নিয়ে তাতে একই পরিমাণ মধু মিশিয়ে নিন। দাগের ওপর মিশ্রণটি মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।।।



Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *