Spread the love

সিম্পল মেকাপে হয়ে উঠুন অনন্যা – Become Ananya With Simple Makeup


অনেকেরই ধারনা নিজেকে আকর্ষণীয় করে তুলতে অনেক ভারী মেকআপ করতে হয় ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে,, কিন্তু জানলে অবাক হবেন, খুব অল্প মেকআপ করেও নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়। তা সে কোনও ওয়েডিং পার্টি মেকআপ হোক বা বিয়ে বাড়ির,, মেকআপের কাজ আপনার খুঁতগুলো ঢেকে মুখের সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। এর মানে এই নয় যে সব সময় অনেক বেশী মেকাপের প্রয়োজন। অল্প মেকাপ প্রোডাক্ট ব্যবহার করেই আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। প্রায় বেশিরভাগ মেয়েরাই কম বেশি মেকআপ করে থাকে। তবে অনেক মেয়েরা জানেনা হালকা মেকআপে নজর কাড়ার সেই খুঁটিনাটি নিয়মগুলি। সৌন্দর্য আর ব্যক্তিত্বের নিখুঁত মিশেলে আপনাকে ঝলমলে করে তুলতে পারে সঠিক হেয়ারস্টাইল ও।


IMG_20221101_145634-1667294814029 সিম্পল মেকাপে হয়ে উঠুন অনন্যা - Become Ananya With Simple Makeup

অল্প মেকাপে কীভাবে হয়ে উঠবেন অনন্যা, রইল টিপস

মেকআপের আগে স্কিনকে ক্লিঞ্জং, টোনিং, ময়েশ্চারাইজিং অবশ্যই করে নিন। মেকআপের জন্য একটি মসৃণ বেজ অত্যন্ত জরুরি। এর জন্য প্রাইমার অবশ্যই ব্যবহার করতে হবে। প্রাইমার মেকআপকে লং লাস্টিং করতেও সাহায্য করে। আপনি চাইলে ময়েশ্চারাইজার সমৃদ্ধ প্রাইমার ব্যবহার করতে পারেন।

সাজগোজ টিপস্


মেকআপ যাতে বেশি সময় ধরে নিখুঁত থাকে, তার জন্য শুরুতেই প্রাইমার লাগিয়ে নিন। ঠোঁট কোমল আর আর্দ্র রাখতে লাগাতেই হবে লিপ বাম।


ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন দিয়ে তৈরি করে নিন নিখুঁত বেস।ফাউন্ডেশন লাগাতে না চাইলে বিবি ক্রিম ব্লেন্ড করে নিতে পারেন,, এরপর কনসিলার শুধুমাত্র মুখে যেখানে ডার্ক সার্কেল অথবা স্পট আছে ওইসব জায়গাতে লাগান এবং ভালো ভাবে ব্লেন্ড করে নিন। কনসিলারটি ফুল কভারেজ হওয়ায় সব দাগ ছোপ পুরোপুরিভাবে ঢেকে দেয়। স্কিনও দেখতে ন্যাচারাল এবং সতেজ লাগবে।



IMG_20221101_145600-1667294814767 সিম্পল মেকাপে হয়ে উঠুন অনন্যা - Become Ananya With Simple Makeup

নো মেকাপ লুকে হয়ে উঠুন আকর্ষণীয়


কনসিলারটি সেট করে নেওয়ার জন্য ফেস পাউডার নিয়ে ব্রাশের সাহায্যে পুরো মুখে লাগান। ভারী কোনও মেকআপ না করলে ক্রিম কন্টুরিং এবং হাইলাইটিং এর দরকার নেই। চাইলে ব্রাশের সাহায্যে হালকা পাউডার চিক বোনের নিচে, নাকে এবং কপালে কন্টুরিং করে নিন।


মুখে গোলাপি আভা ছড়াতে গালের নরম অংশে বুলিয়ে নিন ব্লাশ,, হাল্কা পিচ কালারের।।


স্মোকি এফেক্টের জন্য চোখের উপরের পাতায় ব্রাউন আইশ্যাডো লাগিয়ে ব্লেন্ড করুন। বেশি দিবেন না অল্প।।

ব্রাউন আইশ্যাডোর উপরে মেরুনরঙা আইশ্যাডো লাগিয়ে ব্লেন্ড করে দিন।

সিম্পল মেকাপ লুক

এরপর জেল আইলাইনার পরুন প্রথমে, তার উপরে কাজল পেনসিল দিয়ে রেখা টেনে দিন। স্মোকি করতে চাইলে একটু স্মাজ করে নিবেন ব্রাশ দিয়ে।।


ভুরু ব্রাশ করুন আগে, ফাঁক থাকলে আইব্রো পেনসিল দিয়ে ভরে দিন।খুবই হালকা হাতে হালকা স্ট্রোকের মাধ্যমে আইব্রো আঁকুন। এমন কিছু আইব্রো জেল আছে, যেগুলোতে কালার থাকে। এই ধরনের আইব্রো জেল দিয়ে আইব্রো ব্রাশ করে নিন। সুন্দর একটি ন্যাচারাল কালারও আসবে।


চোখের নিচে ওয়াটারলাইন বরাবর কাজল পরুন।


আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাতা কার্ল করে মাস্কারা লাগালে চোখ বড়ো আর উজ্জ্বল দেখাবে।


ডেইলি মেকাপ লুক


ঠোঁটের চারপাশে ন্যুড লিপ লাইনার দিয়ে আউটলাইন এঁকে নিন।


ন্যুড লিপস্টিক দিয়ে পুরো ঠোঁট ভরাট করুন।লিপস্টিকের ক্ষেত্রেও আপনার পছন্দমত লিপস্টিক ব্যবহার করতে পারেন। তবে খেয়ার রাখবেন অতিরিক্ত চড়া রঙ না ব্যবহার করাই ভালো। আইব্রো আঁকতে আইব্রো পেন্সিল বা জেল ব্যবহার করতে পারেন।


IMG_20221101_145617-1667294814449 সিম্পল মেকাপে হয়ে উঠুন অনন্যা - Become Ananya With Simple Makeup

মেকাপ টিপস্

চুলে বাউন্স আর ঢেউ খেলানো ভাব আনতে খানিকটা মুজ় লাগিয়ে চুলের নিচটা কার্ল করে নিন।


মাঝখানে সিঁথি করতে হলে একদিকের চুলের সামনের অংশটা পিন দিয়ে আটকে রাখুন।


আবার পিনে আটকানো চুলটা খুলে একদম গোড়া থেকে বিনুনি বাঁধতে শুরু করুন, হয়ে গেলে পাকিয়ে খোঁপা করে নিন।


কথা হচ্ছে আপনাকে মুখের সাথে যেভাবে হেয়ার স্টাইল মানায় চেষ্টা করুন সেইভাবেই করার।।।। মানানসই বলেও তো একটা ব্যাপার আছে তাইনা….।।।




Tags – Makeup Tips Fashion Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *