Spread the love

সেক্সের সময় কন্ডোম পরতে ভালো লাগে না, অবাধ প্রেগন্যান্সি আটকাবেন কীভাবে জেনে নিন – Don’t Like Wearing a Condom During Sex, Learn How To Prevent Unwanted Pregnancy

আমাদের সবার জীবনে একটা গুরুতবপূর্ণ অধ্যায় হলো যৌন মিলন।। যৌন মিলন এর সময় অনেকেই কন্ডোম পরতে ভালো লাগে না, কিন্তু খুব সাবধানতা বজায় রেখেই কন্ডোম ব্যবহার না করেও সঙ্গম উপভোগ করা যায়। যৌনমিলনের পর ঠিক সময় মতো পুল আউট মেথড প্রয়োগ করতে হয়। তাহলেই স্পার্ম আর ডিম্বানুতে প্রবেশ করতে পারবে না। তবে যারা কন্ডোম ব্যবহার করা পছন্দ করেন না। তাদের কিন্তু অতি সাবধানতার সঙ্গেই এি কাজটি করতে হবে।


IMG_20220720_204709-1658330240315 সেক্সের সময় কন্ডোম পরতে ভালো লাগে না, অবাধ প্রেগন্যান্সি আটকাবেন কীভাবে জেনে নিন - Don't Like Wearing a Condom During Sex, Learn How To Prevent Unwanted Pregnancy

কন্ডোমের ব্যবহার এবং সুবিধা ও তথ্য


সুস্থতার চাবিকাঠি ভালবাসার সম্পর্ক। আর সম্পর্কের গাঢ় বন্ধন মানেই যৌন মিলন। অত্যাধিক কাজের চাপ, মানসিক টেনশনে থেকে স্ট্রেসের কারণে সম্পর্কে ছেদ ঘটছে অনেকেরেই। বাড়িতে একটানা থাকতে থাকতে অনেকেই মানসিক চাপ, অবসাদে ভুগছেন।


প্রশ্নটা অনেকের মনেই ঘোরাফেরা করে। কারণ কন্ডোম ব্যবহার করতে চান না অনেকেই। কারও মতে এতে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না, অনেকে আবার যৌনতার সময় ‘তৃতীয় বস্তুর’ উপস্থিতি মেনে নিতে পারে না।


যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে যৌনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন অনেকেরই মনে ঘোরাফেরা করে। সক্ষমের সময় অনেকেই পরিপূর্ণভাবে তা উপভোগ করতে চান। আবার অনেকেই অনেক ধরনের প্রোটেক্টিভ প্রোটোকল মেনে চলেন।

যৌনমিলনের পর ঠিক সময় ‘পুল আউট মেথড’ প্রয়োগ করতে হয়। ঠিক সময় পুরুষাঙ্গ ভ্যাজাইনা থেকে বের করে নিতে হবে। তাহলে বীর্য নারীদেহের ভিতর পড়বে না।




অবাধ প্রেগন্যান্সি আটকাবেন কীভাবে জেনে নিন


কেউ কেউ সুরক্ষিত থাকতে ‘ডচিং মেথড’ ব্যবহার করে। যোনি জোরে জলের ঝাপটা দিয়ে ধুয়ে দেয়। কিন্তু এটা কখনওই করা উচিত নয়। ভ্যাজাইনার ফ্লুইডের সঙ্গে মিশে যায় জল। এই অতিরিক্ত জলটি ফের ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসে। এতে যোনির ক্ষতি হয় বলে দাবি বিশেষজ্ঞদের।


যৌন মিলন করলে শরীর ও মন ভাল হয়ে যায়। তবে যৌনমিলনে ফলে শুধু শারীরিকই নয়, মানসিক দিক থেকেও রিলেশনশিপকে আরও মজবুত করে তোলে। মহিলাদের যৌন ইচ্ছা বৃদ্ধি করতে অনেক রকমের ট্রিকস অনেকেই ব্যবহার করে থাকেন। সবার আগে নিজের বান্ধবীর পছন্দ অপছন্দটা জেনে নিন। তবে সারাদিনের কাজের শেষে ক্লান্ত শরীর যখন বিশ্রাম করে তখনই যৌনতাকে উপভোগ করেন কাপলরা। এই সময়েই যৌন চাহিদা দ্বিগুণ বেড়ে যায়।


IMG_20220720_204700-1658330240599 সেক্সের সময় কন্ডোম পরতে ভালো লাগে না, অবাধ প্রেগন্যান্সি আটকাবেন কীভাবে জেনে নিন - Don't Like Wearing a Condom During Sex, Learn How To Prevent Unwanted Pregnancy


তবে একটা কথা কিন্তু দম্পতিরা স্বীকার করেন। কন্ডোমের মধ্যে কিন্তু আলাদা মজা রয়েছে। নাহলে কি বিভিন্ন ধরন, আকার আর সুগন্ধের কন্ডোম বাজারে বিক্রি হতনা।উদ্দীপনা বাড়াতেও সাহায্য করে কন্ডোম।


যৌন মিলনের সময় খুব সাবধানতা বজায় রেখেই কন্ডোম ব্যবহার না করেও সঙ্গম উপভোগ করা যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে কন্ডোম শুধু গর্ভধারণ প্রতিরোধ করে তা কিন্তু নয়, এর পাশাপাশি সংক্রামণও আটকায়। বিভিন্ন যৌন রোগ যেমন এইচআইভি ও এসটিভি-র মতো রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই কন্ডোম ব্যবহার করা অনেকটাই সেফ। তবে সমীক্ষা বলছে, যারা যারা কন্ডোম ব্যবহার করেছেন তাদের যৌনমিলন অনেক বেশি উপভোগ্য। বাজারে এখন বিভিন্ন ধরনের কন্ডোম বেরিয়ে গেছে, যা উদ্দীপনা বাড়াতে সাহায্য করে।

TAGS

Couple Goal

Couple Relationship

Relationship Tips

Relationship

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *