Spread the love

স্বাধীনতা দিবসের কবিতা| Independence Day Bengali Poem 2023


Independence Day Bengali Kobita : স্বাধীনতা দিবস মানে সকাল সকাল পতাকা উত্তোলন সাথে দেশপ্রেম আর জাতীয়তাবোধ টাও হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে জাগরন করা । এই দিন চারিদিকে একটা আলাদাই উৎসবের আমেজ যেন । 15 August মানেই যেন প্রতিটি ভারতবাসীর কাছে আলাদাই এক আবেগ .. পাড়ায় স্বাধীনতার অনুষ্ঠান হোক কিংবা কবিতা আবৃত্তি আপনার জন্য আমরা নিয়ে এসেছি বাছাই করা স্বাধীনতা দিবসের বিশেষ কিছু কবিতা ….

কিছু মানুষ আজও স্বাধীনতা দিবসের দিন দেশাত্মবোধক গান শোনে, কবিতা পড়ে । তাই আজকের এই কবিতাগুলো সেইসব মানুষদের উদ্দেশ্যে যারা আজও দেশাত্মবোধক কবিতা খোঁজে …..


(স্বাধীনতা দিবসের কবিতা 2023 – Independence Day Poem In Bengali)


IMG_20230812_121632-1691822808635 স্বাধীনতা দিবসের কবিতা : Independence Day Bengali Poem 2023

স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি ছোটদের


জয় বাংলা, বাংলার জয়,

হবে হবে হবে, হবে নিশ্চয়

কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে

নতুন সূর্য ওঠার এই তো সময়।।


বাংলার প্রতি ঘরে ভরে দিতে চাই মোরা অন্নে

আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দৃপ্ত তারুণ্যে

নেই ভয়, হয় হোক রক্তের প্রচ্ছদ পট

তবু করিনা করিনা করিনা ভয়।।

স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি lyrics

অশোকের ছায়ে যেন রাখালের বাঁশরী

হয়ে গেছে একেবারে স্তদ্ধ

চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার

আর ওই কান্নার শব্দ।

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র

বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙ্গতে সংগ্রামী জনতা অতন্দ্র

আর নয়, তিলে তিলে বাঙালীর এই পরাজয়

আমি করিনা করিনা করিনা ভয়।।

ভূখা আর বেকারের মিছিলটাকে যেন ওই

দিন দিন শুধু বেড়ে যাচ্ছে

রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ

ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে।

বারবার ঘুঘু এসে খেয়ে যেত দেবনা তো আর ধান

বাংলার দুশমন তোষামুদী চাটুকার

সাবধান, সাবধান, সাবধান

এই দিন, সৃষ্টির উল্লাসে হবে রঙীন

আর মানিনা, মানিনা কোন সংশয়।।


IMG_20230812_121559-1691822808915 স্বাধীনতা দিবসের কবিতা : Independence Day Bengali Poem 2023

স্বাধীনতা দিবসের কবিতা রামচন্দ্র পাল


মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই

অনাহারে তাই শিশু কাঁদছে

গরীবের পেটে আজ ভাত নেই ভাত নেই

দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।

মা-বোনেরা পরণে কাপড়ের লেশ নেই

লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে..


Independence day short poem in bengali

ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে,

রোগে শোকে ধুকে ধুকে মরছে

অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই

অত্যাচারী শোষকদের আজ

মুক্তি নাই, মুক্তি নাই , মুক্তি নাই…..

স্বাধীনতা

– শুভাশীষ গুহ

বহুদিন ধরে বহু প্রতীক্ষার পরে

স্বাধীনতা তুমি এলে,

শান্তির বার্তা নিয়ে।

তোমার জন্য গিয়েছে

লাক্ষো শহীদের প্রাণ,

হারিয়েছে কতো না মা-বোন

তাদের শ্রেষ্ঠ সন্মান।

তবুও তো তুমি এলে

মুক্তির গান গেয়ে,

এতেই ধন্য মোরা বাঙালী

ধন্য তোমাকে পেয়ে।

আজ আমরা ও বলতে পারি

হে বিশ্ববাসী দেখ চেয়ে,

আমরা স্বাধীন

আমাদের রক্তে রঞ্জিত

স্বাধীনতা পেয়ে।

তাপস ঠাকুর……


আমাকে কবি বলো না,


আমি কবিতা লিখিনি,


কবিতা পড়িনি,


শুধু কবিতাকে ঝড়ে পরতে দেখেছি,


শুকনো পাতার মত পুড়ে মরে যেতে দেখেছি ।


ঐ কবিতাকে দেখেছি শ্বশানের পথে-ক্ষুধার্ত।


যেন দুরবিক্ষে তলিয়ে গেছে তার ভিটে-মাটি।

সেই কবিতাকে আমি,


বুকে আগলে রাখতে পারিনি,


অবজ্ঞা-অবহেলা আর অনাদরে সে এখন অন্ধ।


সেই কবিতা আমি বুঝিনি,জানিনি কোনদিন,


শুধু তার চোখে বার্তা পেয়েছি নতুন দিনের-নতুন আলোর ।



IMG_20230812_121559-1691822808915 স্বাধীনতা দিবসের কবিতা : Independence Day Bengali Poem 2023

Best bengali poem for independence day


হ্যা, আমি সেই বার্তা বাহক ।


কালের খেয়ায় আবার এসেছি


এই অর্ধমৃত পৃথিবীতে ।


ঐ পায়ে ফেসা ফুল ,


ডাস্টবিনের পাশে পরে থাকা


অসহায় নবজাতকের চোখ,


যেন হয় ধুসর অন্ধকার পৃথিবীর -ছোট ছোটআলোকময় দ্বীপ


Bengali poem on Freedom


অথবা এই অসভ্য পৃথিবীর বাগিচা।


অথচ, তারা পরে আছে পথে-ধুলোয়,


তাদের ভবিষ্যৎকারো মুঠোয় বন্দী।

Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *