Spread the love

স্বামীকে বা বয়ফ্রেন্ড কে আকৃষ্ট করার সহজ উপায় – An Easy Way To Attract A Husband Or Boyfriend


সব স্ত্রী চান তার স্বামী বা বয়ফ্রেন্ড কে তার প্রতি আকৃষ্ট করতে। সব নারীই প্রত্যাশা করেন , স্বামী নিজের সব কিছু দিয়ে একমাত্র তাকেই ভালোবাসবে। কিন্তু সব স্ত্রীদের সাথে এমনটা হয়না । তবে সামান্য কিছু বিষয়ে খেয়াল রাখলে স্বামী বা বয়ফ্রেন্ড দের ভালোবাসা অর্জন করা সহজ । আসুন জেনে নেই এ ব্যাপারে টিপস ।


IMG_20220620_115204-1655706152681 স্বামীকে বা বয়ফ্রেন্ড কে আকৃষ্ট করার সহজ উপায় - An Easy Way To Attract A Husband Or Boyfriend

মন জয় করার অদ্ভুত ১৪ উপায়


১/ চোখের দিকে তাকিয়ে কথা বলুন: চোখের ভাষায় স্বামী কে বুঝিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন। কতোটা (care) করেন তার।

২/ কাজে সহায়তা করুন: স্বামী কে তার বিভিন্ন কাজে সহযোগিতা করলে আপনি তার মনোযোগ পাবেন এবং সংসারের বিভিন্ন কাজে সহযোগিতাও পাবেন। তার কাজ কে নিজের কাজ মনে করে চলুন।

৩/ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন: নিজেকে সবসময় পরিপাটি রাখুন। নিজের যত্ন নিন। সুগন্ধী ব্যবহার করুন। সুন্দর ড্রেস পরে তার কাছে নিজেকে নতুন ভাবে তুলে ধরুন।


কোন উপায়ে কাছে টানবেন পছন্দের পুরুষকে


৪/ তার পরিবার এবং বন্ধুদের প্রতি সামাজিক হোন: স্বামীর পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধব দের নিজের মতো আপন করে নিন । প্রত্যেকটি ছেলে সাধারণত সামাজিক ও মিশুকে প্রকৃতির মেয়ের প্রতি আকৃষ্ট হয়। তার কোনো বন্ধু বা আত্মীয় আসলে আপনি অযথা জেগে উঠবেন না বা তাকে কোনো কথা শোনাবে না।

৫/ একত্রে থাকার সময় অন্য কারো সাথে ফোনে কথা বলা বন্ধ করুন: এছাড়া স্বামীর সাথে ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি কতটা মনোযোগী । তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে । একদমই ফোন খুঁচাবেন না।

৬/ কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগত জানান । এ বিষয়টি পুরুষদের ভীষণ প্রিয়।

৭/ তার সৌন্দর্যের প্রশংসা করুন । যেমন – তোমাকে খুব সুন্দর লাগছে । পোশাকটিতে তোমাকে ভালো মানিয়েছে ইত্যাদি । পারলে তার জন্যে নিজে পছন্দ করে শার্ট কিনে দিন।

৮/ তার কাছ থেকে পরামর্শ নিন যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া। এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন ।


৯/ তাঁর পজেটিভ দিকগুলো তুলে ধরুন । যেমন – তোমাকে হাসিখুশি মনে হয় । তোমার সব কাজই ভালো হয় । তুমি অনেক পজিটিভ ইত্যাদি।

১০/ ভাল আচরণ স্বামীর সঙ্গে সব সময় ভালো আচারণ করুন। স্বামীর ঘরে ও বাইরের সমস্যাগুরো বোঝার চেষ্টা করুন। কখনো অকারণে রাগ দেখাবেন না। সবকিছু নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করুন।

১১/ সংসারে বা কোনো সম্পর্কে সুখী হতে হলে স্বামী-স্ত্রী উভয় নিজের মধ্যে বিশ্বাস ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। অকালে অবিশ্বাস সংসারের ধ্বংস ডেকে আনে।

১২/ পছন্দের খাবার তৈরী করুণ, বেশির ভাগ সময় ছেলেরা বাইরে কাটায়। তাই সব বেলা তার ঘরে খেতে পারে না। তাই স্বামীকে খুশি রাখতে তার পছন্দের খাবার নিজের হাতে রাধুন। দেখবেন তিনি অনেক খুশি হবেন।


১৩/ বিশেষ দিনে উপহার দিন , যেমন বিবাহবার্ষিকী, জন্মদিনের স্বামীকে উপহার দিন। বিশেষ দিনের উপহার কে না পছন্দ করে বলেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন দৃঢ হয়।


১৪/ স্বামীকে বিছানায় খুশি রাখার চেষ্টা করুন। কারণ সব স্বামিই চায় তার শারীরিক সম্পর্কের দিক যেন ঠিক থাকে। নিজেকে আধুনিক করার চেষ্টা করুন।



Tags – Life Style Relationship

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *