Spread the love

হাত থেকে কোন কোন জিনিস পড়ে গেলে বার্তা দেয় অশুভর – When Some Things Fall From The Hand, It Gives A Bad Message

সারাদিনের সংসারের চাপে আমাদের হাত থেকে অনেকগুলি জিনিস পড়ে যায় আমরা এগুলি খেয়াল করি না। কাজের চাপে ধাপাচাপা পড়ে যায়। কিন্তু শুভ বা অশুভ বার্তা আগে থেকেই পেয়ে যায় মানুষ- তার কাজের মধ্যে দিয়েই। জ্যোতিষ অনুসারে এমন কতগুলি জিনিস রয়েছে, যেগুলি হাত থেকে পড়ে যাওয়া অত্যান্ত অশুভ বলে মনে করা হয়ে।

IMG_20220619_150135-1655631287591 হাত থেকে কোন কোন জিনিস পড়ে গেলে বার্তা দেয় অশুভর - When Some Things Fall From The Hand, It Gives A Bad Message

এই জিনিসগুলো বারবার হাত থেকে পড়ে যাচ্ছে? সাবধান, খারাপ সময় আসছে!



এই জিনিসগুলি হাত থেকে পড়ে যাওয়ার মানে অশুভ কিছু ঘটতে চলেছে। জেনে নিন সেই জিনিসগুলি কী কী –

দুধ- দুধ হলো শুভ। কিন্তু দুধ পড়ে যাওয়া বা ফুটন্ত দুধ পড়ে যাওয়া- উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। দুধ গরম বা ঠান্ড যে কোনও অবস্থাতেই পড়ে যাওয়া অশুভ বলে বিবেচিত হয়। দুধ পড়ে যাওয়ার অর্থই হল আর্থিক সমস্যায় পড়ার ইঙ্গিত দেওয়া। বাড়িতে নানা কিছু অশুভ হওয়ার সম্ভবনা।ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে না।


নারকেল- ভালো কাজ করতে লাগে নারেকল। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ ফল। কোনো পুজো নারকেল ছাড়া সম্পন্ন হয় না। নারকেল পাঠিয়ে যাত্রা শুরু করা হয় অনেক সময়। কিন্তু নারকেল যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তা অত্যান্ত অশুভ। জীবনে সুখ আর সমৃদ্ধি নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়।


নুন- হাত থেকে নুন পড়ে যাওয়া খুবই অশুভ বলে মনে করা হয়। কারণ নুন যদি পড়ে যায় তাহলে ঋণ দেনা হওয়ার ইঙ্গিত দেয়। যা পরিবারের সুখ ও সমৃদ্ধি নষ্ট করে ।


কাচের জিনিস- হাত থেকে কাচের জিনিস পড়ে গিয়ে ভেঙে যাওয়া অশুভ। পরিবারের অকল্যাণ হতে পারে।


পুজোর থালা পড়ে যাওয়া – কারও যদি হাত থেকে বারবার পুজোর থালা পড়ে যায়, তাহলে তা খুবই অশুভ লক্ষণ। এটি ভবিষ্যতে আরও বড় সমস্যার ইঙ্গিত হতে পারে।


হাত থেকে কি পড়ে গেলে অশুভ লক্ষণ


খাবার পড়ে যাওয়া – খাবার খাওয়া বা পরিবেশনের সময় যদি বারবার হাত থেকে খাবার পড়ে যায়, তাহলে বড় বিপদ আসতে চলেছে,, কোনও নেতিবাচক শক্তি বা দারিদ্র্য ঘরে প্রবেশ করতে চলেছে। অনেক সময় বাস্তু দোষের কারণেও এমনটা হয়।


গোলমরিচ

বাস্তু অনুযায়ী গোলমরিচ হল সুস্বাস্থ্যের প্রতীক। তাই হাত থেকে গোলমরিচ পড়ে যাওয়ার অর্থ বাড়িতে কেউ অসুস্থ হতে চলেছে।

নুন

হাত থেকে যদি নুনের পাত্র পড়ে যায়, তা হলে বুঝবেন সতর্ক থাকার সময় এসে গিয়েছে। কারণ হাত থেকে নুনের পাত্র পড়ে যাওয়া মোটেও শুভ নয়। আপনার জীবনে টাকা পয়সার টানাটানি দেখা দিতে পারে।

মুখের গ্রাস পড়লে

কোনবও খাবার যা মুখে তোলা হচ্ছে, গার্হস্থ্যের পক্ষে ভালো নয়। এমনকি খাবার ছুঁড়ে ফেলাও সংসারের পক্ষে ক্ষতিকর দিক। এতে দাম্পত্য অশান্তি বাড়ে।



Tags – Life Style Vastu Shastra

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *