Spread the love

শীতে সুন্দর ও জেল্লাদার ত্বক পেতে একটু খাটনি খাটতে হবে….. অনেকে পার্লরে গিয়ে প্রতি মাসে ফেসিয়াল করায়, নিয়মিত দামি স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করে,, কিনতু কিছুদিন পর দেখা যায় স্কিনে নানা প্রবলেম…. তাই জেল্লাদার এবং দাগছোপহীন ত্বক পেতে আপনি ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। যার কোনো সাইড এফেক্ট নেই…..ঠিকভাবে যত্ন নিলে মাত্র এক সপ্তাহেই ফর্সা রঙ পাওয়া সম্ভব। এর জন্য বাড়তি কোনো খরচেরও দরকার পড়বে না। ঘরে থাকা বিভিন্ন উপাদান দিয়ে সহজেই ফিরে পেতে পারেন আপনার ত্বকের কাঙ্ক্ষিত রঙ। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন…..

১/ এই ফেসপ্যাক তৈরি করার জন্যে আপনার প্রয়োজন দুধ, বেসন ও কফি,, সবকটি উপাদান মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেসপ্যাক তৈরি। তা মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।

ত্বক উজ্জ্বল করার ফেসপ্যাক

২/ অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন ই, যা ত্বকের জন্যে খুবই উপকারী। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে নির্যাস বের করে অ্যালোভেরা জেলের মধ্যে মেশান। দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেস প্যাক তৈরি। এটি আপনার মুখে লাগিয়ে নিন। ২৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন,, দেখবেন ত্বক চকচক করছে।।

ত্বক উজ্জ্বল করার প্রাকৃতিক উপায়

৩/ টমেটোতে রয়েছে প্রচুর মাত্রায় লাইকোপেন নামক একটি উপাদান, যা সব ধরনের ত্বকের দাগ মিলিয়ে দেওয়ার পাশাপাশি মৃত কোষের স্তর সরিয়ে দেয়। ১-২টি টমেটো ব্লেন্ডারে দিয়ে তার সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। লেবুর বদলে আপনি টক দই ব্যবহার করতে পারেন।।।

Read More,

Orange Peel Powder Face Pack Benefits: কমলার খোসার গুঁড়ো দিয়ে ত্বক উজ্জ্বল করার উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *