Spread the love

আপনি যাই করুণ না কেনো চুলের যত্ন নিতে তেল মাস্ট।। স্মুথনিং, কেরাটিন ট্রিটমেন্ট এসব করুন না কেন তেল ছাড়া গতি নেই। চুলের যত্নে নিয়ম করে তেল লাগাতেই হবে চুলে। তেল ম্যসাজ করলে চুলের প্রতি গোড়ায় পুষ্টি পৌঁছয়। এর ফলে চুল উজ্জ্বল ও সুন্দর হয়। নিয়মিত তেল ম্যাসাজ করলে ফাটা চুলের সমস্যাও অনেকখানি দূর হয়।

  • কেন চুলের বৃদ্ধির জন্য তেল ব্যবহার করবেন?

তেল ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই উপাদানগুলি চুলের ময়শ্চারাইজড রাখার পাশাপাশি চুলের ক্ষতি রোধ করতে সাহায্য করে।

  • অয়েল কীভাবে ব্যবহার করবেন ?

আপনার হাতের তালুতে কয়েক ফোঁটা তেল দিয়ে আপনার পুরো চুলে ম্যাসাজ করুন, বিশেষত যখন চুল শুকনো থাকে। ৫/১০ মিনিট চুলে ম্যাসেজ করুণ।।তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।। সপ্তাহে এক-দু দিন তেল অবশ্যই চুলে লাগান। চুলের পুষ্টি জোগাতে খুব ভাল কাজ করে এছাড়াও চুলের আর্দ্রতা বজায় রাখতে কাজে আসে এই তেল। খুশকির সমস্যা দূর করতেও তা কাজে আসে। অন্যান্য তেলের মতোই ক্যাস্টর অয়েলও আপনার চুলের জন্য খুবই ভালো। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট, প্রোটিন, ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড।

  • সেরা ৩ টি চুলের যত্নে তেল…….

১/ Castor Oil: এই ক্যাস্টর অয়েল আপনার স্ক্যাল্পে পুষ্টির জোগান দেয়। এছাড়া প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানে ঘাটতিও মেটায়। চুল রাখে নরম। চুলের গোড়া মজবুত করে। ফলে সহজেই চুল ঝরে যায় না। চুলের ঘনত্বও হয় দেখার মতোই।

২/ Olive Oil : অলিভ অয়েলও কিন্তু চুলের জন্য ভাল। কিনতু অনেকে জানে না এই তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চারাইজার থাকে। চুলের বৃদ্ধির জন্য এই তেল বেশ উপকারী। অতিরিক্ত চুল উঠে যাওয়ার সমস্যা হলে নিয়ম করে অলিভ অয়েল ম্যাসাজ করুন। চুল পড়া কমবে।। এই তেল আপনার স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে সাহায্য করে। ফলে সহজেই চুল পড়ে না। তাই চুল পড়াও কমে। চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। চুল লম্বা হতে সাহায্য করে।

৩/ Coconut Oil: নারকেল তেলে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্টস যা চুলের জন্য খুবই ভালো। গবেষণাতেও এমন উল্লেখই পাওয়া গিয়েছে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং উপকারী ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাট এবং লউরিক অ্যাসিড আছে। এই তেলে থাকা উপকারী উপাদান আপনার চুলে পুষ্টি জোগায়। যা চুলকে স্বাস্থ্যকর রাখে। চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। চুলকে হাইড্রেটেড করার জন্য এই তেল বেশ কার্যকরী ভূমিকা পালন করে।

Read More,

Vitamin A Deficiency Disease Name: আপনার শিশুকে খাবার পাতে ভিটামিন এ দিচ্ছেন তো? ভিটামিন এ এর অভাবে শিশুদের কি রোগ হয়! জানেন?

Merry Christmas Images, Wishes: দোরগোড়ায় জানান দিচ্ছে ২০২৪! সেরা ১০ টি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে দিন প্রিয়জনদের

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *