Spread the love

ত্বক সুন্দর রাখতে চাইলে পরিষ্কার ত্বক থাকা অন্তত প্রয়োজন…. কিনতু এর জন্য কেবল নিয়মিত ফেসওয়াশ ব্যবহারই যথেষ্ট নয়। ত্বক পরিষ্কার করতে হয় গভীর থেকে। লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার না করা হলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। সেজন্য প্রয়োজন পড়ে স্ক্রাবের। কেমিক্যালযুক্ত স্ক্রাবের পরিবর্তে ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। যা আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল….

IMG_20240909_222735-edited 3 Easy Homemade Face Scrub: পুজোর আগে ত্বক পরিষ্কার করুন ঘরোয়া স্ক্রাব দিয়ে

ঘরোয়া স্ক্রাব বানাতে যা প্রয়োজন —-

১/ ওটস, মধু, ডিম প্রথমে একটি পাত্রে এক চামচ ওটস পাউডার নিন। এরপর তার সঙ্গে অল্প মধু ও ডিমের সাদা অংশ যোগ করুন। এরপর এই তিন উপাদানের মিশ্রণ দিয়ে দিয়ে ত্বকে ঘষে ত্বক পরিষ্কার করুন। স্ক্রাবটি শুধু ত্বকের মৃত কোষই দূর করে না, সেইসঙ্গে এটি ত্বককে টানটান এবং উজ্জ্বলও রাখতে কাজ করে।

ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাব তৈরি

২/ ত্বক থেকে সানবার্ন দূর করতে চালের গুঁড়ো: ১টেবল চামচ,,লেবুর রস: ১ টেবিল চামচ ও গোলাপ জল: ২ টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে ত্বকে কিছুক্ষণ ঘষুন। এরপর জল দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।

৩/ ওটস এবং দইওটস এবং দই মিশিয়ে একটি ঘরোয়া স্ক্রাব তৈরি করে নিন।। সেজন্য আপনাকে প্রথমে একটি পাত্রে দুই চামচ ওটস নিতে হবে। এরপর সামান্য টক দই নিয়ে ত্বকের ওপর ভালোভাবে ঘষুন। শেষে জল দিয়ে ধুয়ে মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।

ত্বক পরিষ্কার করার ঘরোয়া উপায়

✓✓ মুখে স্ক্রাব কী ভাবে মাখবেন?

১) স্ক্রাব মাখার আগে প্রথমে মাইল্ড ফেসওয়াশ লাগিয়ে হালকা গরম জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন।

২) তার পর ভেজা মুখেই স্ক্রাব মেখে ফেলুন।

ত্বকের যত্নে সেরা স্ক্রাব

৩) এক থেকে দু’মিনিট আঙুলের ডগা দিয়ে হালকা হাতে মাসাজ করুন। খুব বেশি ঘষাঘষি করার প্রয়োজন নেই।

৪) মিনিট পাঁচেক ওই অবস্থায় রেখে দিন।

৫) তার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে টোনার এবং ময়েশ্চারাইজ়ার মাখতে ভুলবেন না।

আরোও পড়ুন,

Castor Oil: পুজোর আগে চুলের গ্রোথ বাড়াতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *