Spread the love

Jojoba oil for hair growth : আমরা শীতে চুলের যত্ন নেওয়ার জন্য নানা ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করি….. এই অভ্যাস কম বেশি সবার মধ্যে থাকে। আর ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নেওয়া ভালো। তবে সব প্রাকৃতিক উপাদানের গুন এক নয়….তাই চুলের ধরন বুঝে ও প্রাকৃতিক উপাদান বুঝে যে কোনও প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত। আবার অনেকে জানতেই পারেনা যে আসলে তারা কী ব্যবহার করলে ফল পাবে…!! আজকে তাদের জন্য আর্টিকেল….

জবা ফুল এমন একটি উপাদান, যা আপনার চুলের নানা সমস্যাই সমাধান করতে পারে। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। আবার পাকা চুল কালো করতেও বেশ কার্যকরী হয়ে ওঠে এই ফুল। জবা ফুলের তেল চুলের জন্য খুবই ভালো। চুলের গোড়া মজবুত রাখে। চুল পড়াও কম করে। জবা ফুলে আছে ভিটামিন সি।

চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই ভিটামিনের যথেষ্ট গুণ আছে। এছাড়াও জবা ফুলে আছে ভিটামিন বি। এই ভিটামিনের ঘাটতিতেও সহজেই চুলে পাক ধরতে পারে। তাই চুলের যত্নে এই ভিটামিনের ঘাটতি পূরণ করে জবা ফুল। জবা ফুলে আছে প্রাকৃতিক পিগমেন্ট, অ্যান্টি অক্সিড্যান্ট এবং ভিটামিন। যা মেলানিন উৎপাদনে সাহায্য করে।

  • কিভাবে তৈরি করবেন এই তেল “”

৮-১০টা জবা ফুল নিন ….একটি পাত্র নিন। একটি সসপ্যান নিতে হবে। পরিমাণ মতো নারকেল তেল প্রয়োজন আপনার। জবা ফুলগুলো ভালো করে ধুয়ে নিন। এবার প্রত্যেকটি উপাদান গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই সময়ে কোনও জল যোগ করবেন না কিন্তু। পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর, সেই মিশ্রণ আলাদা একটি পাত্রে সরিয়ে রাখুন। পরবর্তীতে সসপ্যানে নারকেল তেল ঢেলে দিন। হালকা গরম করতে থাকুন। ফুলের পরিমাণ অনুযায়ী এই তেল নিতে হবে। তেল ধীরে ধীরে গরম হওয়ার পরে তাতে জবাফুল এবং পাতার পেস্ট মিশিয়ে দিন। ফুটাতে থাকুন। ফুটনোর পরে এই তেলের রং পরিবর্তন হতে থাকবে। তেলের রং পরিবর্তন হয়ে গাঢ় হয়ে গেলে তা গ্যাস থেকে নামিয়ে দিন। ঠান্ডা হতে দিন। এবার ছেঁকে নিন। একটি কাচের শিশিতে ঢেলে রাখুন এই তেল। আপনার জবার তেল তৈরি।

  • কিভাবে ব্যবহার করবেন “”””

প্রথমে চুল আঁচড়ে নিন,,, এবং চুলে গোড়া থেকে চুলের শেষ পর্যন্ত ভালো করে তেল টা লাগিয়ে নিন,,৫/১০ মিনিট হালকা হাতে ম্যাসেজ করুণ,,,৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।।

Read More,

Mustard Oil Good For Hair Growth:১ সপ্তাহে চুল পড়া ও খুশকি দূর করবে এই তেল! কি এমন তেল! শুনলে অবাক হবেন!

3 Best Oils For Hair Growth: নতুন চুল গজানোর জন্য কোন তেল সবচেয়ে ভালো

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *