আজকাল ত্বকের যত্নে অনেকে অনেক কিছু ব্যবহার করছেন…. কিনতু তার ফল ভালো মিলছে না…বাজারের প্রোডাক্ট গুলোতে এতো পরিমান কেমিক্যাল রয়েছে যে ত্বকের ক্ষতি হয়ে যাচ্ছে…তাই কিছু মানুষ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া প্রতিকারের উপর নির্ভর করছে । এবং ত্বকের সকল ধরনের সমস্যাও দূর হয়ে যাচ্ছে….সব ধরনের ত্বকের সমস্যার জন্য বেসনের উপকারিতা সম্পর্কে জেনে নিন ——
ত্বকের যত্নে বেসনের উপকারিতা —-
1। বেসন আপনার ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে।
2। বেসনে নানা উপকারী ভিটামিন আছে। ভিটামিন বি২ এবং বি১২ আছে।
3। বেসনে কিছু উপকারী উপাদান আছে, যা ত্বকের জেল্লা ধরে রাখে। ত্বক রাখে টানটান।
ত্বকের উজ্জ্বলতা বাড়াবে বেসনের ফেসপ্যাক
4। সহজেই মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বক খুব ভালো থাকে।
5। এটি মুখ পরিষ্কার এবং এক্সফোলিয়েট করতে সাহায্য করে। গরমে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এছাড়া মুখে ব্রণর সমস্যাও কমাতে পারে।
6। তৈলাক্ত ত্বকে বেসনের ফেসপ্যাক ব্যবহার করার সময়ে এর সঙ্গে কফি গুঁড়ো মিশিয়েও ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
বেসন দিয়ে রূপচর্চা
7। দুধের সর-বেসন: এই ফেসপ্যাক তৈরি করার জন্য ২ টেবিল চামচ বেসন নিন, ১ টেবিল চামচ দুধের সর নিতে হবে। প্রত্যেকটি উপকরণ মিশিয়ে নিন। সামান্য পরিমাণে জল যোগ করে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। সপ্তাহে ১-২ দিন এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
8। অ্যালোভেরা অ্যান্টিঅক্সিডেন্ট, সমৃদ্ধ,,বেসনের পাশাপাশি এটি ত্বককে সুস্থ ও পুষ্টিকর করে তোলে। এটি কালো দাগ থেকে পরিত্রাণ পেয়ে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। এক চা চামচ বেসন নিনএক চা চামচ অ্যালোভেরা নিনমিশিয়ে পেস্ট তৈরি করুন,, সপ্তাহে তিনবার ব্যবহার করুন।
আরোও পড়ুন,
Pumpkin Seed Oil For Hair: চুলের সকল সমস্যা দূর করবে কুমড়া বীজ তেল