5 Skin Benefits Of Turmeric :এই গরমকালে ত্বকের অবস্থা এমনি তেই বারোটা বেজে থাকে,, এর জন্য বারবার অনেকে মুখ ধুয়ে থাকে,,, কিনতু জানেন কি বারং বার মুখ ধোওয়ার কারণে ত্বকের ক্ষতি হয়,, এতে ত্বক শুষ্ক হয়ে যায়…. তাই মুখ না ধুয়ে ঘরোয়া উপায়ে ত্বকের সমস্যা থেকে মুক্তি পান।। বাঙালির হেঁশেলে হলুদ থাকবে না, তা হয় না। হলুদ ছাড়া যেমন রান্না অসম্পূর্ণ, তেমনই রূপচর্চাতেও প্রয়োজন এই মশলা।
হলুদের মধ্যে থেকে ওষুধি গুণ ত্বকের যাবতীয় সমস্যা কমিয়ে দেয়। ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে হলুদ। পাশাপাশি ব্রণ, ব্রণর দাগ, হাইপারপিগমেন্টেশন, ডার্ক সার্কেলের সমস্যা দূর করে দেয় হলুদ। এছাড়া প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় ত্বকে। কিন্তু এসব উপকারিতা তখনই পাবেন, যখন সঠিক উপায়ে ত্বকে হলুদকে ব্যবহার করবেন…..
হলুদ দিয়ে রূপচর্চা
ত্বকের যত্ন নিতে যে সঠিক উপায়ে হলুদকে ব্যবহার করবেন-
১) হলুদের ফেসপ্যাক- ব্রণ দূর করতে, ও ত্বকের তেলতেলে ভাব দূর করতে হলুদের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ১ চামচ টক দই ও ১ চা চামচ হলুদ গুঁড়ো ভালো ভাবে মিশিয়ে নিন। মুখ ভাল করে জল দিয়ে পরিষ্কার করে নিন। এরপর মুখে লাগিয়ে নিন এই ফেসপ্যাক। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২) ডার্ক সার্কেল কমাতে: দুধে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। রোজ স্নানের আগে এটি অ্যাপ্লাই করুণ,,, দেখবেন ত্বকের সমস্যাও কমবে।
গরমে হলুদ দিয়ে ত্বকের যত্ন
৩) সারা দিন রোদে ঘুরে ত্বকের হারানো জেল্লা যদি ফিরে পেতে চান, সে ক্ষেত্রে একটি বাটিতে ২ চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ মধু এই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে মেখে রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
৪) রোদে সান ট্যান দূর করতে একটি বাটিতে ১ টেবিল হলুদ গুঁড়ো এবং গোলাপ জল,,এ বার এই মিশ্রণটি মুখে মাখুন,,২০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
হলুদ দিয়ে ফর্সা হওয়ার উপায়
৫) লেবুর রস ত্বকের কালো দাগ, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এর জন্য ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ লেবুর রস একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
আরোও পড়ুন,
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কিভাবে ত্বক ও চুলকে রক্ষা করবেন