Spread the love

Hair Care: লম্বা চুলের স্বপ্ন সকলের থাকে…. কিন্তু সেই স্বপ্নপূরণ করতে পারে কজন বলুন তো…? ত্বকের খেয়াল কমবেশী করলেও চুল বড় করা সত্যিই কঠিন.. বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময়ে সুফল মেলে না। উল্টে সাইড এফেক্ট হয়ে যায়.. তবে ঘরোয়া কিছু উপকরণ যদি কেশচর্চায় ব্যবহার করতে পারেন, তা হলে চুল হবে লম্বা,, ঘনো ও মজবুত।

IMG_20240827_214425-edited 5 Hair Growth Tips: ৫ উপায়ে চুল হবে লম্বা ও মজবুত

1। ডিমডিম শুধু ডায়েটে না রেখে চুলের যত্নেও কাজে লাগান….চুল লম্বা করতেও ডিম সত্যিই উপকারী। একটা গোটা ডিম ও এলোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট মতো অপেক্ষা করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। উপকার পাবেন।

চুল লম্বা করার হেয়ার প্যাক

2। আমলকিকেশচর্চায় আমলকির ভূমিকা অনেক। আধ কাপ আমলকি গুঁড়োর মধ্যে ১ চামচ নারকেল মিশিয়ে নিন। এই মিশ্রণে মিশিয়ে নিন ভিটামিন ই ক্যাপসুল তার পর চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে সুফল মিলবে।

3। কাঠবাদাম তেল দোকানেও কাঠবাদাম তেল পাওয়া যায়। তবে সরাসরি এই তেল চুলে না মেখে গরম করে ব্যবহার করুন। ঘণ্টা খানেক অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে লম্বা হবে চুল।

চুল লম্বা ও ঘনো করার উপায়

4। ভালো চুলের গোড়া পেতে স্বাস্থ্যকর স্ক্যাল্প তৈরি করুন,, তার জন্য স্ক্যাল্পের যত্ন নিতে হবে নিয়মিত। স্ক্যাল্প পরিষ্কার রাখুন। চুলের গোড়ায় যেন ময়লা জমে না থাকে।এর জন্য শ্যাম্পু করতে হবে। মাসাজে রক্ত সঞ্চালন বাড়ে। যা চুলের জন্য ভালো। এতে চুল তাড়াতাড়ি বাড়ে।

চুল লম্বা না হওয়ার কারণ

5। চুলের প্রয়োজন পুষ্টি। তার জন্য ডায়েটে পরিবর্তন আনতেই হবে। স্বাস্থ্যকর ডায়েট কিন্তু আপনার চুলে পুষ্টি যোগাতে সাহায্য করে। স্ক্যাল্পের প্রয়োজন প্রোটিন প্যাক। চুলের গোড়ায় এই পুষ্টির প্রয়োজন। আপনি বাড়িতেই হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন। চুলের জেল্লা ধরে রাখার জন্য এবং চুল নরম রাখতে হেয়ারপ্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টক দই, ডিমের হেয়ার প্যাক সপ্তাহে অন্তত ১ দিন এই হেয়ার প্যাক লাগান।

ওপরের দাওয়া সবগুলি টিপস্ ফলো করুণ,, কথা দিচ্ছি এক ঢাল ঘনো লম্বা চুল পেয়ে যাবেন।

আরোও পড়ুন,

Top 3 Chemical Free Shampoo: সেরা ৩ কেমিক্যাল মুক্ত শ্যাম্পু

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *