Spread the love

কোরিয়ানদের জেল্লাদার ত্বকের রহস্য সকলে জানতে চায়…. কোরিয়ানদের স্কিনকেয়ারের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই অনুযায়ী আপনিও যত্ন নিলে আপনিও পেয়ে যাবেন একদম চকচকে ত্বক…

IMG_20240602_172656-edited 5-STEP KOREAN SKIN CARE: কোরিয়ান স্কিন কেয়ার টিপস

কোরিয়ান স্কিন কেয়ার

১. সকালে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিতে হবে,, শুধু জল দিয়ে ধুলে হবে না মুখ পরিষ্কার করার সময়ে কোনও ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করবেন ,,, বিশুদ্ধ জল আপনার ত্বকের অন্দর থেকে টক্সিন বের করে দেবে। সেই সঙ্গে আপনার ত্বকের আর্দ্রতাও ধরে রাখবে।

২. কোরিয়ান স্কিনকেয়ারে সিরাম, টোনার এবং ময়শ্চারাইজারের মাস্ট । এটি ত্বকের কোষে পর্যাপ্ত পুষ্টির জোগানও দেয়। এবং ত্বক ভালো রাখতে এবং মুখের জেল্লা বৃদ্ধি করার জন্যে দারুন কাজে আসে। সামান্য পরিমাণে এসেন্স হাতের পাতায় নিয়ে গালে, কপালে লাগিয়ে নিন। ধীরে ধীরে ট্যাপ করুন। ঘষবেন না। এতেই মিলবে উপকার।

কোরিয়ান স্কিন কেয়ারের ৫ ধাপ

৩. রোদের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্যে সানস্ক্রিন ব্যবহার আবশ্যক। পরিমাণ মতো সানস্ক্রিন মুখে, হাতে লাগিয়ে নিন। এসপিএফ ৩০ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আপনি। বাইরে বেরনোর অন্তত ৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে।

৪. রোজের স্কিনকেয়ার রুটিনে জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করবেন। এতে ত্বকের উপর তৈরি করবে সুরক্ষাস্তর।

কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস

৫. চোখের ক্রিম: চোখের ক্রিম আছে কিছু প্রয়োজনীয় উপাদান যা আপনার মুখের সূক্ষ্ম দাগ এবং বলি রেখা সরিয়ে দিতে সাহায্য করে। এবং ডাক সার্কেল হওয়া থেকে রক্ষা করে।

৬. শীট মাস্কের দুটি প্রধান কাজ রয়েছে: আপনার ত্বককে হাইড্রেশনে প্লাবিত করা এবং এটিকে রক্ষা করার জন্য একটি বাধা তৈরি করা ,, শীট মাস্কগুলি ত্বককে আর্দ্রতার একটি বিশাল মাত্রা দেয়, ত্বকের দাগ পরিষ্কার করে এবং ত্বকে উজ্জ্বলতা দেয়।

আরোও পড়ুন,

Top 5 Serum For Glowing Skin: উজ্জ্বল ত্বকের সেরা ৫ সিরাম

Home- made Hair Fall Hair Mask: চুল পড়া বন্ধ করার হেয়ার মাস্ক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *