শীতকালের যেমন খুশকির সমস্যা দেখা দেয়,, তেমনি গরমে নাছোড়বান্দা খুশকি যেনো যেতেই চায়না.… কারণ এই গরমে মাথার স্ক্যাল্প ঘেমে খুশকির জর্ম নেয়… যে দিন শ্যাম্পু করেন, শুধু সেই দিনই স্ক্যাল্প তরতাজা দেখায়। আবার পরদিন স্ক্যাল্পে তেলতেলে ভাব। পাশাপাশি চুলকানির সমস্যা দেখা দেয়। ঘন ঘন শ্যাম্পু করার ফলে চুলের হালও খারাপ হয়ে যায়,,, তাই শ্যাম্পু ব্যবহারের বদলে কিছু টিপস্ ফলো করুন…. এই অবস্থায় তৈলাক্ত স্ক্যাল্প ও চুলের কীভাবে যত্ন নেবেন, রইল টিপস..
চুলের গোড়া থেকে ময়লা দূর করার উপায়
১) লেবুর রস ও ভিটামিন ই ক্যাপসুল : শ্যাম্পুর বিকল্প হিসাবে মাথায় ব্যবহার করুন লেবুর রস। লেবুর রস ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে স্ক্যাল্প এ ৩ মিনিট ধরে ম্যাসাজ করুন,, এটি খুশকির সমস্যা দূর করতেও দারুণ উপকারী। এছাড়াও গরম জলে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।
২) আমলকী : স্ক্যাল্প ও চুল পরিষ্কারের জন্যে আমলকী ব্যবহার করুন। এর জন্যে আমলকী গুড়ো করে জলের সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন ৩০ মিনিটের মতো। এটি স্ক্যাল্প ও চুল থেকে সমস্ত তেল ও ময়লা পরিষ্কার করে দেবে।
মাথার ত্বক পরিষ্কার রাখার উপায়
৩) অ্যালোভেরা: অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন, মিনারেলস, এনজাইম, এটি মাথার ত্বকে জমে থাকা নোংরা দূর করে। অ্যালোভেরা চুলের সব কিছুর সমস্যা থেকে মুক্তি দেয়। এতে থাকা অ্যান্টি ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুলের যত্ন নেয়। অ্যালোভেরা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে চুলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।।। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
স্ক্যাল্প পরিষ্কার রাখার ৫ উপায়
৪) নিম পাতা: নিম পাতা স্ক্যাল্প পরিষ্কার করতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি খুশকির বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে। নিম পাতার গুঁড়োতে অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
আরোও পড়ুন,
Summer Body Lotion: গরমে ত্বক সতেজ রাখবে সেরা ৩ বডি লোশন