Spread the love

রোজের এই ব্যস্ত জীবনে নিজের জন্য সময় বার করা কারোই হয়ে ওঠে না…. কিনতু দিনের পর দিন স্কিন কেয়ার না করলে ত্বকের ঔজ্জ্বল্য ভাব কমতে থাকে…..ত্বকের যত্ন না নিলেও দেখা যায় হাজারো সমস্যা। তাই স্কিন কেয়ার খুবই জরুরী আমাদের সকলের জন্য….. তাই আজ শেয়ার করবো বাড়িতে কীভাবে উজ্জ্বল ত্বক পাবেন….

IMG_20240903_204410-edited Simple Skin Care Routine: গরমে ত্বক থাকবে সতেজ ৫ উপায়ে

ত্বকের যত্ন কিভাবে করবো?

** ফেসওয়াশের বদলে মিল্ক ক্লেনজার ব্যবহার করতে পারেন…

** পর্যাপ্ত ঘুম …

** পর্যাপ্ত ডায়েট

** রোদ থেকে ত্বককে সুরক্ষায় গুরুত্ব দিন

গরমে ত্বকের যত্ন কিভাবে নেব

এছাড়াও ——

১/ ত্বকের যত্নে রাইস ওয়াটার চালের জল ত্বকের জন্য শীতল একটি ভাব দেয়। এটি রোদে পোড়া ত্বকের জন্য বেশ উপশম দেয়। এটি আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

২/ ত্বকের যত্নে গোলাপ জল সারা দিন পর কাজ থেকে ফিরে এসে, ভাল করে মুখ ধুয়ে ত্বকে গোলাপ জল লাগিয়ে নিন …. ক্লান্তি দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল বেশ জনপ্রিয়।

গরমে মেয়েদের ত্বকের যত্ন

৩/ ত্বকের যত্নে এলোভেরাতে কোনো ত্বকের যত্নে এলোভেরা খুব সহায়ক…. এটি ত্বককে সজীব করে ,, অ্যালোভেরার ভিতরের জেল বের করে মুখের ত্বকে লাগালে ত্বক মসৃণ , উজ্জ্বল আর নরম হবে।

IMG_20240903_204417-edited Simple Skin Care Routine: গরমে ত্বক থাকবে সতেজ ৫ উপায়ে

৪/ বয়সের বাড়ার সাথে আমাদের চামড়ায় ভাজ পড়ে যা আপনি সহজেই রুখতে পারেন এই অ্যালোভেরা ব্যবহার করে ,, এই জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর ভিটামিন এ, বি, সি ও এ উপাদান ত্বকের পুষ্টি যোগায়। রোদে পোড়া দাগ দূর করে ত্বকের আদ্রতা ঠিক রাখতে এটি ব্যবহার করা হয়।

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন

৫/ কফি ও কলার ফেসপ্যাক কফি ত্বককে এক্সফোলিয়েট করতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ট্যান পরিষ্কার করতে দুর্দান্ত সাহায্য করে কফি। কফির গুঁড়োর সঙ্গে পাকা কলা ম্যাশ করে মধু মেশান এরপর ত্বকে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের হাজার সমস্যা কমাতে সাহায্য করে।

আরোও পড়ুন,

Rose Water For Skin: ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *