Spread the love

জামাই ষষ্ঠী ২০২৩ কবে: জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, ছবি


বৈশাখ মাস জেতেই চলে এলো বাঙালির আর এক বড়ো উৎসব জামাই ষষ্ঠী। প্রতিটি বাঙালি মেতে উঠবে শশুর শাশুড়ি, শ্যালক শালিকা সহ গোটা শশুর বাড়ী ও মেয়ে জামাই। বর্তমান কালে সময় অনেক বদলেছে এবং তার সাথে বদলে যাচ্ছে সোস্যাল মিডিয়ায় জামাই ষষ্ঠীর শুভেচ্ছা পাঠানোর রীতি নীতিও। নতুন যুগের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি WhatsApp, Facebook এ প্রিয়জনকে পাঠানোর জন্য বাছাই করা ‘জামাই ষষ্ঠীর শুভেচ্ছা বার্তা’।


IMG_20230524_192637-1684938615965 জামাই ষষ্ঠী ২০২৩ কবে: জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, ছবি

শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ছবি

এই বছরের জামাইষষ্ঠী কবে?


তারিখ- ১০ জ্যৈষ্ঠ ১৪৩০ (বাংলা), ২৫ মে (ইংরেজি)

বার-বৃহস্পতিবার

ষষ্ঠীর সময় নির্ঘণ্ট

ষষ্ঠী শুরু ৩ঃ২৮ মিনিটে (রাত্রি), ১০ জ্যৈষ্ঠ ১৪৩০

ষষ্ঠী শেষ ৫ঃ২৬ মিনিটে (বিকাল), ১১ জ্যৈষ্ঠ ১৪৩০


IMG_20230524_193108-1684938614969 জামাই ষষ্ঠী ২০২৩ কবে: জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, ছবি

জামাই ষষ্ঠীর ছবি


পুজোর রীতি

জামাইষষ্ঠীর দিন শাশুড়ী মায়েরা নদীতে গিয়ে নিয়ম করে স্নান করে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা।


জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ও স্টেটাস -2023


IMG_20230524_193018-1684938615436 জামাই ষষ্ঠী ২০২৩ কবে: জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, ছবি

Jamai Sasthi Status In Bengali

এরপর মঙ্গল কামনায় তেল-হলুদের ফোঁটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করেন। মাথায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা। সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল। পরে দুপুরে জামাইয়ের জন্য নানা পদ সাজিয়ে দেওয়া হয়। মাছ মাংস মিষ্টি সব থাকে,,যা নিজের হাতে রান্না করেন শাশুড়ি মা।




Tags – Jamai sosthi, images

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *