Spread the love

সামনেই তো পুজো এখন থেকেই রূপচর্চা একটু শুরু না করে দিলে হয়… কিনতু এর জন্য অনেকেই আলাদা করে সময় দিতে পারেন না। দিনের একটা একটা সময় কেটে যায় অফিসে। বাড়ি ফিরে ক্লান্তিতে আর ইচ্ছে করে না সাজতে কিংবা ত্বকের যত্ন নিতে… তাই ব্যস্ততম জীবনে গোলাপ জলের স্প্রে সেরা বিকল্প …. অল্প মেকাপ করে যেমন একটি প্রাকৃতিক গ্লো পাবেন তেমনি শুধু গোলাপজলের ব্যবহারেই ত্বক পাবে আদ্রতা…

IMG_20240917_211626-edited Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন

ত্বকের জেল্লা ফেরানোর টোনার

** গোলাপজলে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের অনেক ক্ষত এবং দাগ ছোপ মিলিয়ে দিতে পারে। আবার গোলাপজলের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের প্রতিটি কোষ সজীব রাখে। ত্বক থাকে ঝলমলে।

১) অনেকেরই চোখের নীচে একটা ডার্ক সার্কেল পড়ে যায়,, এ ক্ষেত্রে গোলাপজল চোখের নীচে লাগাতে পারেন। যদি ক্লান্তি বা কম ঘুমের কারণে চোখের নীচের অংশ ফোলা লাগে, তা হলে গোলাপজলের বোতল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। সেই ঠান্ডা গোলাপজলে তুলো ভিজিয়ে চোখের নীচে লাগান।

হোমমেড স্কিন গ্লো করার টোনার

২) ১/২ চা চামচ ভিটামিন ই ক্যাপসুল, ১/২ চা চামচ গ্লিসারিন, ১/২ চা চামচ অ্যালোভেরা জেল আর ১ টেবিল চামচ গোলাপ জল। সব উপাদান ভালো করে মিশিয়ে নিন। এবার এটি একটি বোতলে ঢেলে দিন। ব্যাস তৈরি আপনার ফেস টোনার। মুখ ধোয়ার পর এই মিশ্রণটি মুখে মাখতে পারেন।

৩) 1/2 কাপ গোলাপ জল, 1টি ছোট বিটরুট, 1 চা চামচ অ্যালোভেরা জেল নিন । এবং একটি শশা থেঁতো করে এর রস বের করুন । সব উপাদান একসঙ্গে মিশিয়ে ইউজ করুন ,,,ট্যানিং দূর করতে এই টোনার কার্যকর ।

আরোও পড়ুন,

How To Increase Hair Density Female: ১০ দিনে পাতলা চুল ঘনো করার উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *