Spread the love

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই প্রায় সবাই পুজোর কেনাকাটা শুরু করে দেয় সকলের নজর পুজো ফ্যাশনের ট্রেন্ডের দিকে। বিশেষ করে মেয়েরা ট্রেন্ডিং শাড়ি পড়তে খুব বেশি ভালোবাসে,,,এবার পুজোর সময়ে কোন শাড়ি বাজার কাঁপাবে, কোন কুর্তাই বা সকলের নজর কাড়বে, সেই নিয়ে আজকের এই পোস্ট…. চলুন আপনাদের দেখাই—

IMG_20240911_200916-edited Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

প্রত্যেক বঙ্গতনয়াই পুজোর সময়ে সুন্দর করে সাজতে পছন্দ করেন। তাঁরা ট্রেন্ডিং শাড়ির খোঁজ রাখেন। ইতিমধ্যেই নানা নকশার চাহিদা বেড়ে গেছে।

পূজার শাড়ি কালেকশন ২০২৪

১. বাঙালিদের কাছে বালুচরি শাড়ি এক ভালোবাসা…প্রত্যেক মহিলারই কাছে একটি করে এই শাড়ি থাকবেই। যে কোনও বিশেষ অনুষ্ঠানে এই শাড়ি দারুণ লাগে। আর পুজোর সময়ে যে এত সুন্দর শাড়ি প্রত্যেকেই কালেকশনে রাখতে চান, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

IMG-20240917-WA0023-edited Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

২.খাঁটি বালুচরি সিল্কের শাড়ি এবারও পুজোর ফ্যাশনে নজর কাড়বে। তাই এই সময়ে বালুচরির কেমন ধরনের ডিজাইন বেশ ট্রেন্ডিং।

৩. প্রতিবার পুজোতেই জামদানি শাড়ির চাহিদা থাকে তুঙ্গে। আর এবারও তার অন্যথা হবে না।

দুর্গা পূজার সেরা কালেকশন ২০২৪

IMG_20240921_192632-edited Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

জরির কারুকার্য করা জামদানি থেকে শুরু করে সুতোর এমব্রয়ডারি করা শাড়ি, সব ধরনের নকশারই বিশেষ গুরুত্ব থাকবে পুজোয়।

৪. সিল্ক শাড়ি: সিল্কের শাড়ি গুলো ও বেশ কয়েক বছর ধরে বাজার কাপাছে। পড়েই খুব আরাম দায়ক। ভারী ফিল হয়না।

IMG_20240921_192955-edited Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

৫. বেনারসী হ্যান্ডলুম শাড়ি: যাদের নতুন বিয়ে হয়েছে,, তাদের জন্য এই শাড়ি গুলো বেশ মানিয়ে যাবে। কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনি এই শাড়ি গুলো ক্যারি করতে পারেন।

IMG_20240921_193518-edited Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

দেখে নিলেন এবার পুজোর ট্রেন্ডিং ৫ শাড়ি… এবার আপনাদের ইচ্ছা মতো একটি শাড়ি বাছাই করে সুন্দর করে সেজেগুজে দুগ্গা দুগ্গা বলে বেড়িয়ে পড়ুন…..

আরোও পড়ুন,

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *