Spread the love

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না….চুলের সঠিক যত্ন ও পুষ্টি দিতে না পারলে চুলের বারোটা বাজতে খুব বেশি সময় লাগবে না। চুল সব ঝরে পড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে নেবেন চুলের যত্ন? এই প্রশ্ন নিয়েই আমি হাজির হয়েছি… চুলের যত্ন নিতে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। বরং ঘরোয়া কিছু হেয়ার প্যাকের সাহায্যে যত্ন নিতে পারেন আপনি। উইকেন্ডে একদিন শুধু ব্যবহার করুন তার ফলাফল পেয়ে যাবেন—

IMG_20240921_232721-edited Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

1। কলায় প্রচুর পরিমাণে প্রোটিন , অ্যান্টি অক্সিড্যান্ট ভিটামিন আছে। যা চুল পড়া কম করতে সাহায্য করে। কলার হেয়ার প্যাক আপনার চুলের নানা সমস্যা মেটাতে সাহায্য করবে।আপনার প্রয়োজন ১ টি কলা। এক টেবিল চামচ নারকেল তেল নিন। ১ টেবিলচামচ মধু নিতে হবে।এই প্রতিটি উপাদান একটি পাত্রের মধ্য়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন পেস্ট তৈরি হবে। সেই পেস্ট আপনার চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

চুলের যত্নে হেয়ার প্যাক

2। সমস্ত তেলের থেকে নারকেল তেল খুব উপকারী। ও চুলের বৃদ্ধিতে কারি পাতার বিশেষ ভূমিকা আছে। এছাড়া অসময়েই চুল পাকা আটকায় কারি পাতা। নারকেল তেলেও উপকারী ফ্যাটি অ্যাসিড আছে। যা চুল পড়া কম করতে পারে।একটি পাত্রে ১০-১২টি কারি পাতা নিন। এর মধ্যে ২ টেবিল চামচ নারকেল তেল নিন। এবার পাত্রটি আঁচে বসিয়ে গরম করে নিন। ততক্ষণ পর্যন্ত গরম করতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত এই তেলের রং গাঢ় হয়ে যায়। এবার এই তেল ধীরে ধীরে ঠান্ডা করে নিন। এটি আপনার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বাড়িতে চুল গজানোর সেরা হেয়ার মাস্ক

3। ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই তেল খুশকির সমস্যাও নিয়ন্ত্রণ করে। ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিন। সঙ্গে ১ টি ডিম মিশিয়ে দিতে হবে। একটি পাত্রে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে দিন। এবার সেই মিশ্রণ আপনার স্ক্যাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে। ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করুন।

হেয়ার প্যাক ফর হেয়ার গ্রোথ

4। হাফ বাটি টক দইয়ের সঙ্গে ২ টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। এই হেয়ার মাস্ক চুলের পাশাপাশি স্ক্যাল্পেও ব্যবহার করতে পারেন। মিনিট ২০ রেখে হাল্কা কোনও শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে ধুয়ে নিন।

Read More,

Summer Best Sunscreen: সান ট্যান দূর করতে সেরা ৩ সানস্ক্রিন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *