Spread the love

Durga Puja 2024 Date Time: হিন্দু ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজা আশ্বিন মাসে পালন করা হয়। কখনও আশ্বিন মাসের শুরুতে কিংবা শেষের দিকে পুজো পড়ে। এ বছর 2024 সালে, 9 ই অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত পালিত হবে।

( ভারতের ক্যালেন্ডারে দুর্গাপূজা 2024 তারিখ)

IMG_20240922_113846-edited Durga Puja Dates 2024: দূর্গা পূজা ২০২৪ বাংলা কত তারিখ? জানুন সন্ধিপূজার সময়সূচি

২০২৪-এ মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর ( বুধবার ) সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের। ভোরবেলা রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত সুরে মহিষাসুরমর্দিনীর স্তব। পরের দিন ৩ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি।

দুর্গা পূজার দিন তারিখ তিথি আচার:

** দুর্গাপুজোয় এবার মহাপঞ্চমী পড়ছে ৮ অক্টোবর মঙ্গলবার

** মহাষষ্ঠী পড়ছে ৯ অক্টোবর, বুধবার

** মহাসপ্তমী পড়ছে ১০ অক্টোবর, বৃহস্পতিবার

** মহাষ্টমী পড়ছে ১১, অক্টোবর, শুক্রবার।

** মহানবমী – ১২ অক্টোবর, শনিবার

** দশমী পড়ছে ১৩ অক্টোবর, রবিবার

এই বছর কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে আগামী ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার। কালীপুজোর আনন্দে সবাই মেতে উঠবে আগামী ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে আগামী ৩ নভেম্বর ২০২৪ রবিবার।এই বছর দেবী দুর্গার আগমন দোলায়, যার ফল মড়ক এবং গমন ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ। ফলে এটি অশুভ ইঙ্গিত। ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে। কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।

আরোও পড়ুন,

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *