Spread the love

Durga Puja Makeup Tips: হাতে গোনা পুজো আর ১৭ দিন,,শহরে আনাচে কানাচে উৎসবের আমেজ তৈরি হয়ে গেছে… আর এখন থেকেই পুজোর সাজ নিয়ে চিন্তা ভাবনা করেছেন নিশ্চয়ই? মোটামুটি ষষ্ঠী থেকে নবমী, প্রতিদিনের সাজ পোশাক হবে একটু আলাদা,, আর সে নিয়েই সকলে কনফিউজড… কি ভাবে করবে মেকাপ… যেনো স্নিগ্ধতা ফুটে ওঠে মেকআপের মাধ্যমে…. তাহলে শিখে নিন ১০ মিনিটে কী ভাবে সারবেন পুজোর মেকআপ, কী ভাবেই বা লং লাস্টিং হবে? প্রবন্ধে রইল বিস্তারিত…

IMG_20240922_120916 Durga Puja Makeup: দূর্গা পূজার মেকাপ লুক

মেকআপ শুরু করার আগে প্রথমেই মুখ ক্লিনজিং করুন এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিন। আপনি চাইলে সিরামও ব্যবহার করতে পারেন। এরপরে মুখে মেকআপ প্রাইমার লাগান। গ্লিটার প্রাইমার লাগাতে পারেন,, যেনো মুখ চকচক করে। এটি আপনার মুখে বেস হিসেবে কাজ করবে। ফলে মেকআপ সহজে উঠে যাবে না। বরং ৫-৬ ঘণ্টা মেকআপ অটুট থাকবে।

IMG_20240922_121152-edited Durga Puja Makeup: দূর্গা পূজার মেকাপ লুক

প্রাইমার লাগানোর পরে মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিতে পারেন। একটু ক্রিমি টাইপ ফাউন্ডেশন বেছে নিবেন….এরপর ব্লেন্ডার বা হাতের আঙুলের সাহায্যে ধীরে ধীরে মেকআপ মুখে মিশিয়ে নিন। মনে রাখবেন, এই বেস ঠিকঠাক সেট করলে আপনার মেকআপও সুন্দর হবে।

তারপর গালে ব্লাশ লাগাতে ভুলবেন না। চিক বোনে, নাকের উপর, কপালে এবং থুতনিতে কিন্তু আপনাকে হাইলাইটার লাগাতেই হবে। নাহলে মেকাপ চোখে পড়বে না। এসব লাগানোর পরে সেটিং পাউডার চোখের তলায় লাগান। মেকআপ সেট হয়ে গেলে অতিরিক্ত পাউডার ঝেরে ফেলুন।

IMG_20240922_121142-edited Durga Puja Makeup: দূর্গা পূজার মেকাপ লুক

এরপর আইমেকআপের উপর বিশেষ মনোযোগ দিন। শাড়ি পরলে আপনি স্মোকি আইজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আইশ্যাডো প্যালেট থেকে কালো এবং ব্রাউন শেডের সাহায্য নিতে হবে। এবং একটু গাঢ় কালারের লিপস্টিক লাগান।

চোখের পাতায় মাস্কারা লাগিয়ে নিন। তারপর ন্যুড শেড লাগান চোখের উপর। এর উপর সামান্য গ্লিটার লাগাতে পারেন। দেখতে বেশ লাগবে আপনাকে। শেষে মেকআপ সেটিং স্প্রে মুখে লাগিয়ে নিতে ভুলবেন না যেন! তাহলেই সম্পূর্ণ আপনার পুজোর মেকআপ!

শেষে ড্রেসের সঙ্গে মানাসই হাতে গলার কানের এগুলো ক্যারি করতে ভুলবেন না যেনো,, নয়তো ফাকা ফাকা লাগবে।

Read More,

Durga Puja Dates 2024: দূর্গা পূজা ২০২৪ বাংলা কত তারিখ? জানুন সন্ধিপূজার সময়সূচি

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *