Spread the love

মেয়ে পুরুষ বলতেই সকলে উজ্জ্বল, ফর্সা, দাগহীন ত্বক চায়.…. কিন্তু আজকাল আমরা ত্বকের ওপর এতো বাইরের কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে ফেলি যে ত্বকের বারোটা বেজে যায়,, ত্বকের কালো দাগ আপনার অতি সুন্দর চেহারায় মলিনতা এনে দেয়…. তাই আসুন জেনে নেই মুখের ত্বকের কালো দাগ ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন —-

IMG_20240923_095556-edited Black Spots On Skin: পুজোর আগে ত্বক থেকে কালো দাগ দূর করুন

১/ হলদি-দই পেস্ট: কমবেশী সবাই জানি হলুদ ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। 2 টেবিল চামচ দইয়ের সাথে এক চিমটি হালদি পাউডার যোগ করুন, এটি ভালভাবে মেশান, এটি আপনার মুখে এবং হাতে লাগান এবং 10 মিনিটের জন্য রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এবং একটি নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন।

২/ টমেটোর রস: কালো দাগ দূর করার জন্য টমেটো পেস্ট এর মতো কার্যকারী উপাদান আর দুটি নেই,,, ডার্ক স্পটে টমেটোর রস লাগান এবং কিছু সময়ের জন্য শুকাতে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। ফলাফল দেখতে কয়েক দিন এটি অনুসরণ করুন।

৩/ শসাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা হাইপারপিগমেন্টেশন কমায়। শসার রসের আইস্ কিউব বানিয়ে ত্বকের ওপর ম্যাসাজ করলে ত্বক অনেকটা সতেজতা হয়,, এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে।

৪/ আলুর রস : প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখের যে জায়গায় কালো দাগ রয়েছে, তার উপর আলুর রস লাগিয়ে শুয়ে পড়ুন। কালো দাগ দূর হয়ে মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে।

৫/ মুখের কালো দাগ, বয়সের ছাপ, বিসন্নতা, এসব দূর করতে চন্দনের প্যাক খুব কার্যকর। চন্দন গুড়ার সাথে কাচা দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান নিয়মিত। ত্বক উজ্জ্বল আর সতেজ করতে এর জুড়ি নেই।

৬/ যারা প্রতিদিন বাইরে যান তাদের ত্বকে প্রচুর ধুলা লাগে সান ট্যান পড়ে যায়,, এটি দূর করতে লেবুর রস , বেসন, কফি গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান আর শুকিয়ে যাবার পর ধুয়ে ফেলুন। এই প্যাক আপনাকে একটি দাগহীন ত্বক দিবে।

আরোও পড়ুন,

Dermdoc Night Cream Review: ত্বকে বয়সের ছাপ কমাতে সেরা নাইট ক্রিম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *