Spread the love

আজকাল গরমের এতো প্রখর রোদ ১ মিনিটের জন্যও বাইরে বেরোনো যায় না,, মুখ যেনো পুরে যায়… প্রত্যেকেই বৃষ্টির জন্যে দিন গুনছেন। কিন্তু কালো মেঘের কোনও পাত্তাই নেই। আর এমন পরিস্থিতিতে ক্ষতিকারক প্রভাব পড়ছে ত্বকের উপরেও। এই সময়ে ত্বককে সুস্থ রাখতে বাড়ির একটি উপাদান দিয়েই সঠিক নিয়মে যত্ন নিলেই ত্বকের যাবতীয় সমস্যা দূর করা যাবে…..আর এক্ষেত্রে আপনি ভরসা রাখতে পারেন জনপ্রিয় প্রাকৃতিক উপাদান অ্যালোভেরায়।

IMG_20240923_201812-edited Aloevera Jel: গরমে ত্বক সতেজ রাখবে অ্যালোভেরা জেল

গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল

গরমে ত্বককে ভালো রাখতে ত্বকের আর্দ্রতার মাত্রা ঠিক রাখতে হবে। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। যা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। ফলে ত্বকের আর্দ্রতা যেমন অটুট থাকবে, তেমনই জেল্লাও হবে দেখার মতো।

সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে যে ত্বকের মারাত্মক ক্ষতি হচ্ছে, সেটি দূর করতেও এই উপাদান ইউজ করতে পারেন,, অনেকের স্কিন নষ্ট হচ্ছে সানবার্নে। আপনার ত্বকের কোনও স্থানে যদি লাল হয়ে যায় বা জ্বালা করে, তাহলে সেখানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন ঝটপট। তাতেই দেখবেন উপকার মিলবে হাতেনাতে। গরমে ত্বক তরতাজা রাখতে অ্যালোভেরা জেলের আইস কিউব তৈরি করতে পারেন।

অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম

ত্বকের জেল্লা বাড়ানোর জন্য এই গরমে আপনি অ্যালোভেরার ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সপ্তাহে মাত্র ১ দিন এই ফেস মাস্ক লাগালেই হবে। এক্ষেত্রে একটি পাত্রে পরিমাণমতো অ্যালোভেরা জেল নিয়ে এর সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে নিন। তারপর প্রতিটি উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে বানিয়ে ফেলুন অ্যালোভেরার ফেস মাস্ক। মুখে লাগান,২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ত্বকে অ্যালোভেরা জেল মাখার উপকারিতা

গরমের মরশুমে অ্যালোভেরা জেল ব্যবহারের অনেক উপকারিতা আছে ৷ এটি ত্বকের জ্বালা, লাল হয়ে যাওয়া ও ব়্যাশ থেকেও রক্ষা করে ৷ এই জেলের সঙ্গে জল মিশিয়ে ব্যবহার করতে পারেন ৷ এই মিশ্রণ টোনার হিসাবে কাজ করে ৷

ত্বকের জেল্লা বজায় রাখার জন্য ডেড স্কিন দূর করা প্রয়োজন ,, এর জন্য অ্যালোভেরার মধ্যে সামান্য চিনি মিশিয়ে মুখে ম্যাসাজ করুন,, এটি করলে ত্বকের বিভিন্ন পোরস খুলে যায়। ময়লা দূর হয় এবং এর পাশাপাশি ব্রনর সমস্যা দূর হয়। ব্রনর ফলে যে ত্বকে দাগছোপ হয় সেই দাগও দূর হয়।

আরোও পড়ুন,

Sunburn On Face: সানবার্ন দূর করার ৫ ঘরোয়া উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *