Spread the love

Hydra Facial Benefits: দেখতে দেখতে পুজো তো এসে গেল। এরই মধ্যে পার্লারে সকলে ছোটাছুটি ও শুরু করে দিয়েছে…. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ফেসিয়ালের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে,,কিনতু কোন ফেসিয়াল করলে কি উপকার পাওয়া যায় সেটা কি জানেন?? ত্বকের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কোলাজেন নামে একটি প্রোটিন। বয়স হলে শরীরে কোলাজেনের মাত্রা কমতে থাকে। তার জন্য প্রয়োজন হাইড্রা ফেসিয়াল …..

IMG_20240924_121115-edited Hydra Facial: পুজোর আগে ত্বকের গ্লো চাই?আজই করুন হাইড্রা ফেসিয়াল

আবার দৈনন্দিন জীবনযাপন, পুষ্টিকর খাবার না খাওয়া, ধূমপান, ক্ষতিকর সূর্যরশ্মির প্রভাব-সহ বিভিন্ন কারণে কোলাজেনের ঘাটতি দেখা দিতে পারে। এতে, অকালেই চেহারায় বয়সের ছাপ পড়ে।

হাইড্রা ফেসিয়ালের উপকারিতা

হাইড্রা ফেসিয়াল কী?

সাধারণ ফেসিয়ালের থেকে এই ধরনের ফেসিয়াল একটু আলাদা। একটি মেশিনের সাহায্যে ত্বকের ওপর ট্রিটমেন্টটি করা হয়। প্রথমে ক্লিনজিং এবং এক্সফোলিয়েশন হয়, তারপর আসরে নামে কেমিকাল পিল। এরপর মুখে লাগানো হয় হরেক রকমের এক্সট্র্যাকশন।

হাইড্রা ফেসিয়ালের উপকারিতা—-

১. ত্বকের টেক্সচার উন্নত হবে–এই ফেসিয়াল করার পর ত্বকের টেক্সচার অনেক উন্নত মানের হয়। ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়।

কোন ফেসিয়াল সবচেয়ে ভালো

২. আর্দ্রতার মাত্রা বজায় থাকবে-যাদের ত্বকে আর্দ্রতা হারিয়ে যায়,, তাদের অবশ্যই হাইড্রা ফেসিয়াল করা আবশ্যক ।

৩. ত্বকের জেল্লা বাড়বে–হাইড্রা ফেসিয়াল করার পর নিজেই বুঝবেন ত্বক কতটা উজ্জ্বল হয়েছে।

৪. রক্ত সঞ্চালন বাড়বে–হাইড্রা ফেসিয়াল করার পর ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে।

হাইড্রা ফেসিয়ালের খরচ কত?

হাইড্রা ফেসিয়ালের জন্য একটি মূল্যবান যন্ত্র ব্যবহার করা হয়। তাই এই ফেসিয়ালটিও বেশ খরচসাপেক্ষ। এক্ষেত্রে মোটামুটি ২ হাজার থেকে শুরু হয়।

আরোও পড়ুন,

3 Easy Homemade Face Scrub: পুজোর আগে ত্বক পরিষ্কার করুন ঘরোয়া স্ক্রাব দিয়ে

Pujo Makeup: পুজোয় সকলের নজর কারুন এভাবে মেকআপ করে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *