Spread the love

Bengali Bridal Banarasi Saree: ঠান্ডা মানেই বিয়ের মরশুম… নভেম্বর মাস থেকে শুরু হয় শেষ হয় ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত…এরোই মধ্যে অনেক বিয়ের তারিখ রয়েছে। আপনিও যদি এই মাঘে কিংবা ফাল্গুন মাসে বিয়ের পিঁড়িতে বসছেন তাহলে তো কনেদের এখন থেকেই প্রস্তুতি নাওয়া শুরু করে দাওয়া উচিৎ … বিয়ে মানেই বেনারসি শাড়ি ,,এক এক শাড়ির নকশার ধরন এক এক রকম। কোনও কোনও শাড়ির সূক্ষ্ম কাজ দেখলে সত্যিই অবাক লাগে,, বিয়ের মরসুমে কেমন ধরণের শাড়ি পড়বেন সেগুলি দেখে নিন এক ঝলকে–

IMG_20240924_184049-edited Banarasi Saree For Wedding: ব্রাইডদের জন্য সেরা বেনারসি কালেকশন

বিয়ের শাড়ি(Bridal Saree) কিনতে যাওয়ার সময়ে আগে থেকেই ভাবনা চিন্তা করে যাবেন,, সবার আগে বাজেট পরিকল্পনা করবেন, কেমন কালার কেমন ডিজাইন পড়বেন সব কিছুই আগেই ভেবে রাখবেন,, কারণ, বিয়ের দিন হবু কনের জন্য খুবই স্পেশাল। এদিন কোনও ছোট ভুলে যেন আপনার সাজটা মাটি না হয়ে যায়। একটু সতর্কভাবে বিয়ের বেনারসি কিনুন। যেন নকল বেনারসি (Identify Real Banarasi Saree) কিনে ঠকতে না হয়।

IMG_20240924_183930-edited Banarasi Saree For Wedding: ব্রাইডদের জন্য সেরা বেনারসি কালেকশন
IMG_20240924_184011-edited Banarasi Saree For Wedding: ব্রাইডদের জন্য সেরা বেনারসি কালেকশন
IMG_20240924_184020-edited Banarasi Saree For Wedding: ব্রাইডদের জন্য সেরা বেনারসি কালেকশন

এই বেনারসী শাড়ি গুলো অত্যন্ত উন্নত মানের সুতো ও সিল্ক দিয়ে তৈরি হয় ,,প্রধানত রুপোলি ও সোনালি রঙের জরি সুতো দিয়ে বোনা হয়। জেল্লা ও রংও হবে দেখার মতো।

IMG_20240924_184106-edited Banarasi Saree For Wedding: ব্রাইডদের জন্য সেরা বেনারসি কালেকশন

বেনারসি শাড়ির জরির মান যাচাই করার পর কারুকার্যে একটু নজর দিন। যদিও আধুনিক ডিজাইনে ফুলের নকশা পাবেন। এই ফুলের নকশা বেনারসি শাড়ির জমিনে খুবই জনপ্রিয়। সবাই প্রায় পছন্দ করেন।

এই শাড়ি গুলো শুধু বিয়ের জন্য নয়,, আপনি চাইলে পুজোতেও এই শাড়ি গুলো ক্যারি করতে পারেন।

আরোও পড়ুন,

Hydra Facial: পুজোর আগে ত্বকের গ্লো চাই?আজই করুন হাইড্রা ফেসিয়াল

Durga Puja Makeup: দূর্গা পূজার মেকাপ লুক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *