Spread the love

পুজোর আগে যা গরম গেলো,, সকলের ত্বকে কম বেশি ট্যান পরে গেছে…. আর এই ট্যানের কারণে ত্বক নিস্তেজ ও প্রাণহীন দেখায় …আর ৪ দিন পরেই পুজো এই সময় ত্বকের চাই এক্সট্রা যত্ন…এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকারগুলো ব্যবহার করা যেতে পারে—

IMG_20241006_193906 Sun Tanning: পুজোর আগে কীভাবে মুখের ট্যান দূর করবেন

সান ট্যান থেকে মুক্তির উপায়

1। সান ট্যান দূর করতে শসার রস ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান,, ২৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

2।। মধু এবং পেঁপে: পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট,, আর মধু একটি প্রাকৃতিক মশ্চারাইজার এটি ট্যান অপসারণ একটি খুব ভাল উপাদান। 5 কিউব পেপে নিন এবং 1 টেবিল চামচ মধু যোগ করুন। এই পেস্টটি আপনার ত্বকের ট্যান অংশে লাগান এবং 30 মিনিটের জন্য অপেক্ষা করুন,, এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

মুখের ট্যান দূর করার উপায়

3। হলুদ, নারকেল তেল এবং চন্দন: নারকেল তেল ত্বককে হাইড্রেটেড করে,, আর চন্দনের গুঁড়ো ত্বকের ট্যানড দূর করে,, সব গুলো উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে লাগান,, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

4। দই এবং টমেটো: টমেটোতে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও টক দই ত্বকের গভীরে গিয়ে ময়েশ্চারাইজিং করে,, ব্রণ থাকলে সেটি দূর করবে এই ফেসপ্যাক… ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

New Dress For Girls: পুজোর নতুন ড্রেসের সেরা কালেকশন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *