Spread the love

পুজোর আগে ত্বকের চাই এক্সট্রা জেল্লা… আর এই জেল্লা বাড়ানোর জন্য নিয়মিত যত্ন নেওয়ার প্রয়োজন। পুজোর সপ্তাহে একদিন ফেসপ্যাক মাখাও জরুরি। নাহলে ত্বকের সৌন্দর্য ফুটে উঠবে না… ত্বক ভালো রাখতে এবং জেল্লা বাড়াতে নিয়মিত প্রয়োজন সঠিক যত্ন। পুজোর সময় বাড়িতে আপনি এই ৩ ফেসপ্যাক ইউজ করুন,, দেখবেন ত্বকের জেল্লা উপচে পড়বে….

IMG_20241007_122757-edited Durga Puja Face Pack: পুজোয় ত্বকের যত্নে ৩ ফেসপ্যাক

ত্বকের যত্নে ফেসপ্যাক ব্যবহার করা কেনো জরুরি–ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। প্রাকৃতিক আভা দেয়। ত্বকের ময়লা দুর করে। ব্রণের দাগ দূর করে।

1। এক কাপ গোলাপের পাপড়ি নিন। সেগুলি মিশিয়ে মিহি পেস্ট বানান। এবার এই মিশ্রনে গোলাপ জল মেশান…তার সঙ্গে মেশান একটি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস। এবার ৩ উপকরণ মিশিয়ে নিন। ব্যাস তাহলেই তৈরি আপনার ফেসপ্যাক। ত্বকে অ্যাপ্লাই করে 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন।

উজ্জ্বল ত্বকের ফেসপ্যাক

2। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল যা আপনার ত্বকের ছিদ্রগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে ,, মধুর সঙ্গে কফি গুঁড়ো মিশিয়ে নিয়মিত মুখে ব্যবহার করলে আপনার ত্বক হাইড্রেটেড থাকবে যার ফলে আপনি একটি পরিষ্কার বর্ণ ও তারুণ্যের উজ্জ্বলতা পাবেন ।

3। হলুদ এবং মধু ফেস প্যাক এক চা চামচ মধুর সাথে এক চিমটি হলুদ মিশিয়ে মিশিয়ে নিন। 10 থেকে 15 মিনিটের জন্য আপনার মুখে বসতে দিন। এরপর ঠাণ্ডা জলের সাহায্যে ধুয়ে ফেলুন। ত্বকের ওপর দাগ ছোপ থাকলে সমস্ত উঠিয়ে দেবে।

ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাক

4। বেসন এবং মধুর ফেসপ্যাক বেসন এবং মধুর ফেসপ্যাক হল আপনার ছিদ্রগুলি পরিষ্কার করার, ও হোয়াইটহেডস থেকেও মুক্তি পাওয়ার দ্রুততম উপায়। এটি আপনার ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়।

তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট ফেসপ্যাক,,এক টেবিল চামচ মধুতে শুধু এক টেবিল চামচ বেসন যোগ করুন সঙ্গে সামান্য আলোভেরা জেল,,একটি পেস্ট তৈরি করে আপনার মুখে লাগান। 20 মিনিট পর ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

রাতে শোয়ার আগে চুলের যত্ন যেভাবে নিবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *