Spread the love

পুজোতে আমরা এতো রকমের হেয়ার স্টাইল করি যে পুজোর পরে চুল পড়া দ্বিগুণ বেড়ে যায়… তার অবশ্যই কিছু কারণও রয়েছে। কারণ, এই কয়েকদিন কম বেশি প্রত্যেকেই অতিরিক্ত মাত্রায় হেয়ার স্টাইলিং টুল এবং হেয়ার স্প্রে ব্যবহার করেন। তাই পুজোর পর চুলের যত্ন কীভাবে নিবেন দেখুন,, কয়েকদিন এই নিয়ম মেনে চললেই চুলের হাল ফিরবে এবং নিয়ন্ত্রণে চলে আসবে হেয়ার ফলও।

IMG_20241012_224014-edited Hair Washing: পুজোয় নানা হেয়ার স্টাইল করে হেয়ার ফল হচ্ছে? রইলো সমাধান

1। পুজোর পরে ভালো কোন হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন এবং চুল হালকা ভেজা অবস্থায় সিরাম ব্যবহার করবেন।

2। সাত দিন কোনওরকম হেয়ার প্রোডাক্ট চুলে ব্যবহার করবেন না। পাশাপাশি হেয়ার স্টাইলিং টুল ব্যবহার থেকেও বিরত থাকুন।

3। চুল ভালো রাখার জন্যে আপনাকে একটি বেসিক হেয়ার কেয়ার রুটিন মেনে চলতে হবে। সপ্তাহে তিনদিন শ্যাম্পু করতে হবে। সেই সঙ্গে কন্ডিশনার ব্যবহার করাও জরুরি। এতে আপনার স্ক্যাল্পও পরিষ্কার থাকবে।

4। ভিটামিন বি৭, ডি, ই এবং সি সমৃদ্ধ খাবার খেতে হবে। পাশাপাশি দিনে অন্তত ৩ লিটার জলপান করুন। তাহলেই মিলবে উপকার।

5। চুল ভাল রাখতে চুল আঁচড়ানো জরুরি। কিন্তু সরু দাঁড়ার ধারালো চিরুনি মাথার ত্বকে ক্ষতি করতে পারে। বদলে নরম দাঁড়ার চিরুনি ব্যবহার করুন।

6। চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্যে ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই ফেরান চুলের হারিয়ে যাওয়া জেল্লা ,এক্ষেত্রে আপনার কাজে আসবে…জবা ফুলআমলকি,অ্যালোভেরা, কালোজিরে, পেঁয়াজের রস সবগুলো উপকরন একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন,, অ্যাপ্লাই করে 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

Dermdoc Night Cream Review: ত্বকে বয়সের ছাপ কমাতে সেরা নাইট ক্রিম

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *