Spread the love

Skin Care Routine: আশ্বিন মাস পরে গেলেও ভ্যাপসা গরমটা রয়েই গেছে,, বাইরে বেরোলেই ঘাম হচ্ছে। তবে বছরে একবার তো ঠাকুর দেখার উত্তেজনায় ভাটা পড়েনি। রোদ-গরম সহ্য করেই দিনভর প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি চলছে। সারাদিন মেকাপ করে রাতে ঠিকমতো ত্বকের পরিচর্যা করছেন তো? মেকআপ তোলা থেকে শুরু করে, ত্বকের চর্চা ঠিকমতো না করলে ত্বকের অবস্থা বারোটা বেজে যাবে,, দাগ ছোপ দেখা দিবে… তাই পুজোর পর ত্বকের যত্ন নেবার পালা,, দেখে নিন —-

IMG_20241012_224934 সারাদিন ঠাকুর দেখে ত্বকের অবস্থা শেষ? ৫ উপায়ে ত্বকের যত্ন নিন

1। রাতে শুতে যাওয়ার আগে মেকাপ নারকেল তেল দিয়ে তুলে মুখ ভাল করে ধুতেই হবে। যতই ক্লান্ত থাকুন না কেন, সুগন্ধিযুক্ত ফেস ওয়াশ ব্যবহার না করলেই ভাল হয়।

2। মুখ ধোয়ার পর উষ্ণ জলে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে ধীরে ধীরে মুখ মুছে নিন। তার পর ব্যবহার করুন রোজের ময়েশ্চারাইজ়ার। একটু বেশি করে লাগাবেন।

3। যদি রাতে ইচ্ছা করে তা হলে ঘুমোনোর আগে ফেসপ্যাক লাগিয়ে নিতে পারেন। যে হেতু ত্বক সারা রাত বিশ্রাম পায়, তাই ফেসপ্যাক লাগালে তার ফলও ভাল পাওয়া যায়। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

4। শসা : শসা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তিন টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ও ত্বককে কোমল রাখবে।

5। কলা আর মধুঘুম থেকে উঠেই একটি প্যাক তৈরি করবেন,, একটি কলা ভাল করে চটকে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। কলায় আছে প্রচুর ভিটামিন। যা ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি পুষ্টিও জোগায়। আর, ত্বক আর্দ্র থাকলেই সুন্দর দেখায়।

6। বিটরুটের জুস: এক গ্লাস বিটরুট জুসে পুদিনা পাতা অ্যাড করে খেতে পারেন,,বিটরুটের জুসে আপনি পাবেন জিংক, আয়রন, ,,যা রক্ত পরিশোধন করে ত্বককে আরও উজ্জ্বল করে তোলে।

আরোও পড়ুন,

Dahi: টাকে চুল গজাবে টক দইয়ের সাহায্যে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *