Spread the love

Laxmi Yantra Rangoli: বছর ঘুরে আবার এলো লক্ষীমা…. সকলের বাড়িতে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুজো। বাড়ির মঙ্গলের জন্য এই পুজো করা হয়.. যেনো ঘরে লক্ষী আসে। সকলের বাড়িতে এদিন ঘর ভরে আলপনা দাওয়া হয়… কিন্তু অনেকে আলপনা আর্ট করতে পারে না,, তাই তাদের কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি সহজ কিছু আলপনার ডিজাইন …

IMG_20241014_195039 Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

বলা হয় কোজাগরী লক্ষ্মীপুজোর আলপনায় মা লক্ষ্মীর পায়ের ছাপ খুব গুরুত্বপূর্ণ। ফলে এই আলপনাটি বেছে নিতেই পারেন এদিন করার জন্য। মনে করা হয়, এই পথ ধরেই দেবী বাড়িতে আসেন।

IMG_20241014_195307-edited Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

বাড়ির সিঁড়িতে বা বারান্দায় আলপনা দিতে চান? তাহলে এটি তার জন্য আদর্শ ডিজাইন। এটি ঢোকার পথে থাকলে মা লক্ষী খুশি হয়ে যাবে।

IMG_20241014_195228-edited Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

অনেকের সিঁড়ির ঘর থাকে, তাদের জন্য এই আলপনা বেস্ট। খুব সুন্দর লাগে এমন ভরাট ভাবে আলপনা দিলে।

IMG_20241014_195110-edited Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

এটিও মা লক্ষ্মীর পায়ের ছাপ। এই ছাপটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আলপনার এই ডিজাইনটিও খুব সহজ।

IMG_20241014_195318-edited Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

এটিও খুব প্রাচীন একটি আলপনার ডিজাইন। লক্ষ্মীপুজোর দিনে এই ধরনের ডিজাইন দারুণ লাগে।

IMG_20241014_195002-edited Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

এমন পদ্মফুলের আঁকা দেবী লক্ষ্মীর খুব প্রিয়। এই ফুলের ডিজাইনও করতে পারেন আলপনায়।গৃহে সুখ এবং সমৃদ্ধি থাকবে।

IMG_20241014_194947-edited Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

বাড়িতে ভরাট করে আলপনা দিতে চান,,? তাহলে একেবারে সহজ এই ডিজাইনটা বেছে নিতে পারেন।ঘরও সুন্দর লাগবে।

আরোও পড়ুন,

Sun Tanning: পুজোর আগে কীভাবে মুখের ট্যান দূর করবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *