Spread the love

দুর্গা পূজা শেষ হতেই প্রত্যেক বাঙালি বাড়িতে শুরু হয়ে যায় কোজাগরি লক্ষ্মীপুজোর তোড়জোড়। দশমী, বিজয়ার প্রণাম,, এসবের মাঝে লক্ষ্মী পুজোর প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যায় না। আবার অনেকে জানে না লক্ষ্মী পূজাতে কি কি লাগে,, আজ আপনাদের সুবিধার্থে নীচে কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ, নিয়ম কানুন সব তুলে ধরা হলো —

IMG_20241014_210351 Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ

ধন সম্পদের দেবীকে অনেকে ঘরোয়া ভাবে পুজো করেন। কেউ আবার পুরোহিত ডেকে পুজো করেন। কোজাগরী লক্ষ্মীপুজোতে এক একটি বাড়িতে এক একটি রীতি মেনে এই পুজো করা হয়। কিন্তু যেভাবেই পুজো করুন কয়েকটি জিনিস ছাড়া লক্ষ্মী পুজো একেবারেই সম্ভব নয়।

লক্ষ্মী পুজোর কী কী জিনিস থাকা প্রয়োজন ?

১. ধন সম্পদের দেবী হওয়ায় লক্ষ্মী পুজোয় প্রয়োজন হয় ধানের শিস। ধানের শিস ছাড়া লক্ষ্মীপুজো সম্ভব নয়।

২. লক্ষ্মীর পুজোয় ধান, কড়ি, হলুদ, ঘট, একসরা, আতপ চাল, ও হরিতকী প্রয়োজন হয়।

৩. লক্ষ্মী পুজোর আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল কলার পেটো। কলার পেটো দিয়ে নৌকা তৈরি করা হয়। অনেকের পিতলের থাকে,, সেটার মধ্যে ধান দিতে হয়।

৪. লক্ষ্মী পুজোয় ভোগ দেওয়া হয়। এক্ষেত্রে খিচুড়ি , লাবড়া, সুজি, লুচি, ফল, নারু, মোয়া পাকিয়ে ভোগ দেন।

৫. এছাড়াও ধূপধানি, পঞ্চ প্রদীপ, বেল পাতা, দূর্বা, পুষ্প, দুর্বা ইত্যাদি প্রয়োজন হয় লক্ষ্মী পুজোয়।

কোজাগরী লক্ষ্মী পূজা পদ্ধতি– দেবীপক্ষের শেষ পূর্ণিমা হল কোজাগরী পূর্ণিমা । আর এই পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। কোজাগরী পূজার দিন মা লক্ষী স্বয়ং নাকি গৃহস্থ বাড়ি ঘুরে দেখেন কেজেগে আছে এবং কে কে তাকে অভ্যর্থনা করে পূজা করছে ,তার উপরেই নাকি ধনসম্পত্তি বাড়ে ।

লক্ষ্মী পূজায় কি কি ফল লাগে? ফল লাগে পাঁচ রকমের। এছাড়াও ধূপধানি, পঞ্চ প্রদীপ, প্রদীপ, কর্পূর, বেল পাতা, দূর্বা,পঞ্চরত্ন, ইত্যাদি প্রয়োজন হয় লক্ষ্মী পুজোয়।

আরোও পড়ুন,

Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *