Spread the love

Laxmi Thakur Photo: দুর্গা পূজা শেষ হতেই প্রত্যেক বাঙালি বাড়িতে শুরু হয়ে যায় কোজাগরি লক্ষ্মীপুজোর তোড়জোড়। দশমী, বিজয়ার প্রণাম,, এসবের মাঝে লক্ষ্মী পুজোর প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যায় না। আবার অনেকে জানে না লক্ষ্মী পূজাতে কি কি লাগে,, আপনাদের সুবিধার্থে নীচে কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ, মন্ত্র, নিয়ম কানুন সব তুলে ধরা হলো —

IMG_20241015_111856-edited লক্ষ্মী পূজার মন্ত্র pdf, নিয়মাবলী,পদ্ধতি

মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ।

পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।

গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্।

রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

মা লক্ষ্মী পূজার মন্ত্র— “নমামি সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়েযা গতিস্ত্বৎপ্রপন্নানাং সা মে ভূয়াৎ ত্বদর্চনাৎ।

”ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমহস্তু তে।।

কোজাগরী লক্ষ্মী পূজার আহ্বান মন্ত্র– এস মা লক্ষ্মী, কমল বরণী, কমলালতিকা দেবী কমলিনী-কমল আসনে, বিরাজ কমলা, কমলময়ী ফসলবাসিনী।

কমল বসন, কমল ভূষণ, কমনীয় কান্তি অতি বিমোহন।কোমল করে, শোভিছে কমল, ধাল সিঁদুরে শোভে দেখি শিরে।

কোমল কন্ঠে কমল হারে, কোমল বদন দেখি যে সুন্দরে।।

কমল চরণে কমল নূপুর, কমল অলক্ত মরি কি সুন্দর।দীন মধুসূদনের সন্তাপ হর তুমি নারায়ণী শান্তিপ্রদায়িনী।।

মা লক্ষ্মী পূজার প্রণাম মন্ত্র— ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসিপদ্মে পদ্মালয়ে শুভে। সৰ্ব্বতঃ পাহি মাং দেবিমহালক্ষ্মী নমোহস্তু তে।।

লক্ষী পূজার নিয়ম কানুন– সব পুজোয় রয়েছে আলাদা আলাদা নিয়ম। রয়েছে প্রচুর রীতি-নীতি। তাই ভগবানের কৃপা পেতে সঠিক নিয়ম ও সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করা উচিত। দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য, সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। কথিত আছে, লক্ষ্মীবারে সঠিক আচারবিধি মেনে পুজো করা হলে জীবনভর লক্ষ্মীর কৃপা বজায় থাকে।

লক্ষ্মী পুজোর সময় সবচেয়ে বেশি দরকার হল লক্ষ্মীর পাঁচালি। পাঁচালী পড়া শেষ হলে লক্ষ্মীকে প্রণাম করে নিজের মনের ইচ্ছের কথা তুলে ধরুন। এরপর ফল, মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে দুর্বা,, ফুল, আতপচাল, ভোগ ইত্যাদি দিয়ে মায়ের সামনে সাজিয়ে রাখুন। মায়ের পুজোয় তুলসী পাতা কখনও নিবেদন করবেন না। এতে দেবী রুষ্ট হন। আরেকটি কথা মা লক্ষী ঘণ্টার আওয়াজ শুনতে পারেন না,,

IMG_20241015_124215 লক্ষ্মী পূজার মন্ত্র pdf, নিয়মাবলী,পদ্ধতি

পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সকলের মাথায় জল ছিটিয়ে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার উচ্চারণ করে অঞ্জলি দিতে হবে। তারপর দেবী ও দেবীর বাহনকে ফুল অর্পন করতে হবে। লক্ষ্মী পুজোর সময় ঘরের মেঝেতে ও পুজোর ঘরে আলপনা দিয়ে, দেবী লক্ষ্মীর পদচিহ্ন আঁকলে তা শুভ বলে মনে করা হয়।

আরোও পড়ুন,

Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *