Spread the love

Kojagiri Laxmi Purnima 2024: কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জাগে’। বলা হয়, এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী বাড়ি বাড়ি পরিক্রমা করেন। তিনি দেখেন, কে রাতে জেগে তার পুজো করছে,, অনেকে আবার বলেন, কোজাগরী পূর্ণিমা রাতে যে জেগে থাকেন এবং পাশাখেলেন, মা লক্ষ্মী তাঁকে সম্পদে ভরিয়ে দেন। তার মঙ্গল করে।

IMG_20241015_133102-edited Kojagari Puja 2024: ১৬ নাকি ১৭ অক্টোবর? এ বছরের লক্ষ্মীপুজো কবে ? জানুন

দুর্গাপুজো শেষ মানেই, লক্ষ্মীপুজোর পালা । আগামী ১৬ এবং ১৭ অক্টোবর লক্ষ্মীপুজো হবে বাংলার ঘরে ঘরে। গৃহস্থ বাড়িতে সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবীর আরাধনা হয়।

তিথি অনুযায়ী কখন লক্ষ্মীপুজো?

পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে পূর্ণিমা তিথি আরম্ভ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ। কেউ যদি চান বৃহস্পতিবারও পুজো করতে পারেন। যাঁরা রাতে পুজো করবেন, তাঁরা ১৬ তারিখ রাতেই পুজো করতে পারেন। কারণ ১৬ তারিখেই হবে রাত্রি জাগরণ।

তবে দিনের বেলা পুজো করতে চাইলে ১৭ অক্টোবর পুজো করুন।কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়ির দরজায় মা লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা আঁকা হয়। সেই ছাপের মধ্যে দিয়ে মা লক্ষী প্রবেশ করে। লক্ষ্মী পুজোয় দেবী লক্ষ্মীকে সাদা ফুল দিতে নেই। লাল, গোলাপি ও হলুদ ফুল দিয়ে পুজো করতে হয়। তুলসী পাতারও ব্যবহার করা হয় না লক্ষ্মী পুজোর দিন। মা লক্ষ্মীর পুজোয় কাঁসর-ঘণ্টা বাজানো হয় না। এতে মা লক্ষী অসন্তুষ্ট হয়।

আরোও পড়ুন,

লক্ষ্মী পূজার মন্ত্র pdf, নিয়মাবলী,পদ্ধতি

Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *