Spread the love

চুল পাতলা হয়ে গেছে ? সামনের দিকে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে?? গাদাগাদা চুল উঠছে?এই পরিস্থিতিতে টেনশন না বাড়িয়ে সমাধান খুঁজুন… অনেকেই বাজারচলতি কসমেটিক্স, তেল-শ্যাম্পু-সিরাম ব্যবহার করেন। কিন্তু সবটুকু না জেনে কখনওই কিছু মাথার ত্বকে ব্যবহার করা ঠিক নয়,, চুল পড়ছে মানে এর বিভিন্ন কারণ হতে পারে…. আপনার শরীরে কোনও জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতার মোকাবিলা করলে তবেই চুল পড়া বন্ধ হবে।

IMG_20241019_234621-edited Best Shampoo For Hair Fall And Hair Growth: চুল পড়া চিরতরে বন্ধ করার শ্যাম্পু

চুলের যত্নে ভিটামিন এ ও দরকার ….এই ভিটামিন স্ক্যাল্পে সিবাম ক্ষরণে সাহায্য করে, যা চুলের স্বাস্থ্য ভাল রাখে, চুল পড়া রোধ করে। গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখনে ভিটামিন এ থাকে…যা আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত।

চুল পড়া প্রতিরোধে এবং টাক মাথায় নতুন চুল গজাতে সেরা ৩ শ্যাম্পু…

1। খাদি প্রাকৃতিক আমলা এবং ভ্রিংরাজ শ্যাম্পু/ক্লিনজার: খাদির আমলা এবং ভ্রিংরাজের আয়ুর্বেদিক মিশ্রণ চুলের যত্নে দারুণ কাজ করে। এই শ্যাম্পু কার্যকরভাবে চুলের বৃদ্ধির প্রচার করার সময় খুশকির সমাধান করে, চুলকে মজবুত করে।

2। পুনরায় বৃদ্ধির জন্য সেরা -WOW স্কিন সায়েন্স রোজমেরি এবং বায়োটিন হেয়ার গ্রোথ শ্যাম্পুরোজমেরি এবং বায়োটিনের শক্তিশালী সংমিশ্রণ সহ, এই শ্যাম্পুটি বিশেষভাবে চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। যারা নতুন চুলের বৃদ্ধিকে উৎসাহিত করতে চান তাদের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প।

3। Avimee Herbal Shakuntala Hair Cleanser –আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহারের কথা ভাবছেন? তাহলে বলবো বায়োটিকের শ্যাম্পু হচ্ছে পারফেক্ট। এতে রয়েছে পিওর কেল্প, ন্যাচারাল প্রোটিন, পিপারমেন্ট অয়েল এবং পুদিনা পাতার অংশ। এটি আপনার চুলের ক্লিনজিংয়ে সাহায্য করে। এটি চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।

আরোও পড়ুন,

Karwachauth Makeup Look

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *