Spread the love

Simple Skin Care: দুর্গা পুজোয় এতো ভারী ভারী মেকাপ করে ত্বকের অবস্থা তো বারোটা বাজিয়ে দিয়েছেন,, এবার দিওয়ালির আগে একটু চকচকে হতে হবে তো নাকি?? আপনি কি চান আপনার হাতে আঁকা প্রদীপগুলো আপনার চেয়ে বেশি প্রশংসা পাবে? প্রদীপের ঔজ্জ্বল্য যদি আপনার সৌন্দর্য এর চেয়ে বেশি হয়ে যায়, তা আপনি সহ্য করতে পারবেন? যদি না হয়ে থাকে, তবে আজ থেকেই শুরু করে দিন বেস্ট স্কীন কেয়ার, যা বাড়িতে বসেই সম্ভব…..তার মধ্যেই কিছু ঘরোয়া পদ্ধতিতে ত্বকের চর্চা করে ফিরিয়ে আনুন ঔজ্জ্বল্য…

IMG_20241020_150652-edited Diwali Skin Care: দিওয়ালিতে গ্লোয়িং ত্বক পেতে যা করবেন,দেখুন

রূপচর্চার জন্য বাড়িতে যা যা করতে হবে আপনাকে:

১) আপনার ত্বক পরিস্কার করতে দৈনন্দিন ভালো মানের ফেসওয়াশ দিয়ে। সপ্তাহে একদিন ফেস প্যাক ও ইউজ করতে পারেন। একটু ওটস্ , বেসন এবং সঙ্গে দুধ মিশ্রিত করে নিন। মিশ্রণটিকে ১০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে তারপর তা ধুয়ে ফেলুন।

২) শুকনো ত্বক হলে মধু এবং আমন্ড প্যাক লাগান এতে আপনার ত্বকে ময়শ্চারাইজ করবে। মেকাপ করার সময় ত্বক রুক্ষ দেখাবে না।

IMG_20241020_150628-edited Diwali Skin Care: দিওয়ালিতে গ্লোয়িং ত্বক পেতে যা করবেন,দেখুন

৩) শীতকালীন ফলের সাহায্য নিতে পারেন ত্বকের জন্য। স্টবেরি, কমলালেবু মিশিয়ে নিতে পারেন। ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবে এই প্যাক।

৪) এক্সফোলিয়েশনমেকআপ তোলার পর মাইল্ড কোনও এক্সফোলিয়েটর দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন। তাতে মুখের মৃত কোষ যেমন পরিষ্কার হবে, মেকাপ ভালোভাবে ত্বকের ওপর বসবে।

৫) হাইড্রেশনত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে হাইড্রেশন জরুরি। বাজার থেকে কেনা গোলাপজলও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার বাড়িতেই শসার রস বা অ্যালো ভেরা জেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

৬) সিরামদুর্গা পূজার পর থেকেই ত্বক শুষ্ক হতে থাকে, তাই এখন থেকেই প্রতি দিনের রূপচর্চায় সিরাম যোগ করা অত্যন্ত জরুরি। এই সময় ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন হালকা ময়শ্চারাইজার।

আরোও পড়ুন,

Best Shampoo For Hair Fall And Hair Growth: চুল পড়া চিরতরে বন্ধ করার শ্যাম্পু

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *