Spread the love

পুজোর আগে ঘরোয়া উপায়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন রইলো টিপস্ – Natural Ingredients For Glowing Skin


সামনেই দুর্গাপুজো। তার আগে একটু ত্বকের জেল্লা না বাড়ালে হয় নাকি…!! রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া উপাদান দারুন ফল দেয়….. দেখে নিন কি করবেন —


photogrid.collagemaker.photocollage.squarefit_202310718844777-1696682337434 পুজোর আগে ঘরোয়া উপায়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন রইলো টিপস্ - Natural Ingredients For Glowing Skin

পুজোয় আপনার ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে এই একটি কাজ করলেই হবে


১. ত্বকের তৈলাক্ত ভাব কমাতে

যাদের তৈলাক্ত ত্বক তারা এক টেবিল চামচ চন্দনগুঁড়ো, এক টেবিল চামচ গোলাজলের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক সারা মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন এটা সপ্তাহে অন্তত একবার ব্যবহার করলে তেল-মুক্ত ত্বক পাবেন।


পুজোর আগেই ফিরবে ত্বকের জেল্লা এই হোমমেড ফেসপ্যাকে


২. ব্রণের সমস্যায়

এক টেবিল চামচ গুঁড়ো হলুদ ও এক টেবিল গোলাপজল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে ২০ মিনিট লাগিয়ে রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা নিয়মিত করলে তো ব্রণ কমবে।।


৩. ত্বকে জেল্লা ফেরাতে

এক টেবিল বেসন এক টেবিল চামচ চন্দন গুঁড়ো ও গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। যে কোনও ধরনের ত্বকে সঙ্গে সঙ্গে কিছুটা জেল্লা আসবে।

Durga Puja-Skin Care Tips

৪. ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে গোলাপ জল, এবং মুলতানি মাটির ফেসপ্যাক। চন্দনে আছে অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান আর মুলতানি মাটি সব ক’টি উপাদান ভাল করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।


৫. ত্বকের কালো কালো ছোপ দূর করতে খুবই কার্যকরী মধু, কফির মিশ্রণ,,, সপ্তাহে দু’দিন এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে অল্প ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

পুজোর আগে ‘ত্বকের যত্ন নিন’, রইল দারুণ সব ঘরোয়া টোটকা

৬. এছাড়াও ত্বকের দাগ এবং রিংকেল দূর করে ত্বকের যৌবন ধরে রাখতে ভীষণ উপকারী অ্যালোভেরা ও ভিটামিন-ই ক্যাপসুল। এই উপাদান ত্বককে টানটান, উজ্জ্বল ও কোমল করে। পরিমাণ মতো অ্যালোভেরা জেল, একটি ভিটামিন-ই ক্যাপসুল, এক সঙ্গে মিশিয়ে নিন। একটু গোলাপ জলও দিতে পারেন। এই মিশ্রণটি সপ্তাহে তিন দিন পনেরো মিনিট মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন। এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা নজর কাড়বে।


আরও পড়ুন,

পূজোর আগে উজ্জ্বল ত্বক পাওয়ার উপায়: Glow Face Pack



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *