Spread the love

Skincare Routine For Glowing Skin This Diwali: দুর্গাপুজো শেষ, এবার তো দিওয়ালি..এখন একটু ত্বকের যত্ন নেওয়ার পালা.. যা দিওয়ালিতে ত্বক চকচক করবে… এর পর গোটা ডিসেম্বর জুড়ে আরও অনেক পার্বণই রয়েছে। তার আগেই যদি ত্বকের এমন দশা হয়, দেখতে মোটেই ভাল লাগে না। তাই অতিরিক্ত মেকআপের ভারে অনুজ্জ্বল ত্বকের যত্ন নিতে নিয়মিত পাঁচটি কাজ করতেই হবে। দেখুন কি কি —

IMG_20241023_173853-edited Diwali Skin Care: দিওয়ালির আগে ত্বক রাখুন দাগহীন,রইলো ৫ টিপস্

1। এক্সফোলিয়েশনবাইরে থেকে এসে ত্বকে অবশ্যই মেকআপ তোলার প্রয়োজন…. এর জন্য এক্সফোলিয়েটর দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। তাতে মুখের মৃত কোষ যেমন পরিষ্কার হবে, তেমন ত্বকের উন্মুক্ত ছিদ্রের মধ্যে ঢুকে থাকা মেকআপ প্রসাধনীর অবশিষ্ট তুলে ফেলা সহজ হয়। ত্বক একটু অক্সিজেন পাবে।

2। হাইড্রেশনত্বক চকচকে রাখতে ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে হবে। তার জন্য টোনার সিরাম ব্যবহার করতে হবে। তার জন্য গোলাপজলও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার বাড়িতেই আলুর রসের সঙ্গে অ্যালো ভেরা জেল বা ভিটামিন ই মিশিয়ে ব্যবহার করতে পারেন।

3। ময়শ্চারাইজিংসিরাম ব্যবহার করার পর রাতে শোওয়ার আগে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন হালকা ময়শ্চারাইজার।

4। ত্বকে শুষ্কতা বোধ করেন তবে একটি হাইড্রেটিং শিট ফেসমাস্ক ব্যবহার করুন এতে ত্বক সতেজ দেখাবে।

5। হলুদ ও বেসন দিয়ে তৈরি একটি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। সপ্তাহে এক দুদিন।

6। দীপাবলির পরে ব্রণ প্রতিরোধ করতে স্টিম ব্যবহার করতে পারেন। স্টিমের কারণে ত্বক গভীর পরিষ্কার করতে সাহায্য করে।

আরোও পড়ুন,

Haldi Look For Bride: নিজের হলদির দিন যেভাবে সাজবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *