কে না চায় উজ্জ্বল ত্বক? বিশেষ করে পুজো পার্বণের সময় সকলে চায় একটু সুন্দর দেখাতে…যাদের ত্বক কালো তাদের উজ্জ্বল দেখাতে আমি নিয়ে এসেছি কিছু কার্যকারী ঘরোয়া টিপস্,
৩ দিনে ফর্সা হওয়ার উপায়
1। দুধের সর ও লেবুর রসের: একটি পাত্রে ১ চা চামচ দুধের সর , ২ চা চামচ লেবুর রস আর এলোভেরা জেল সাথে মিশিয়ে নিতে হবে। এবার পুরো মুখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হওয়ার সাথে সাথে আগের তুলনায় অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে। নিয়মিত এই প্যাক লাগালে ত্বকে ব্রণের সমস্যাও দূর হবে।
2। আলুর রস ও ভিটামিন ই ক্যাপসুল: লেবুর রসে রয়েছে ব্লিচিং উপাদান,, এটি নিয়মিত ত্বকে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল আর ফ্রেশ হবে। সব ধরনের ত্বকেই এই প্যাক ব্যবহার করা যাবে।
3। হলুদ আর টমেটোর ফেইস প্যাক: ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা করতে হলে হলুদ আর টমেটোর একটি প্যাক তৈরি করে মুখে লাগান,, এক চিমটি হলুদ, ১ চা চামচ টমেটো পেস্ট মিশিয়ে মুখের ত্বকে লাগান নিয়মিত। অবশ্যই ত্বক ফর্সা হবে। এছাড়াও যাদের তৈলাক্ত ত্বক তারাও এই ফেইস প্যাকটি ব্যবহার করতে পারেন।
4। বেসনের ফেইস প্যাক: বেসন সব সময় আমাদের ত্বক উজ্জ্বল করে। বেসনের সাথে গোলাপ জল ও কফি গুঁড়ো মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান আর শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
5। চন্দনের ফেইস প্যাক: আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে চন্দনের গুড়ার সাথে হালকা লেবুর রসের পেস্ট তৈরি করে মুখে লাগান। আপনার ত্বকে যতটুকু পরিমানে লাগে ততটুকু নিবেন। আপনার ত্বক প্রাকৃতিকভাবেই ফর্সা হবে এতে। ত্বক থাকবে সতেজ।
আরোও পড়ুন,
ঋতু বদলাচ্ছে! ত্বকের যত্ন নিন আজ থেকেই