Spread the love

Exfoliation: সকলে ভাবেন ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেই ত্বক একদম পরিষ্কার হয়ে যায়,, কিনতু রোজ আমরা মুখে ক্রিম মাখি, মেকাপ করি, এতে ত্বকের ভেতর ময়লা জমে যায়,, এগুলো দূর না করলে ত্বকের ওপর এক আস্তরণ পরে যায়,, তাই এসব দূর করতে ব্যবহার করুন ফেস স্ক্রাবিং’ যা মৃত কোষের স্তর উঠিয়ে দেবে।তার জন্য পার্লারে যাওয়ার দরকার নেই। বাড়িতেই বানিয়ে ফেলুন ফেস-স্ক্রাব—

IMG_20241025_205248-edited Exfoliation At Home: দিওয়ালির আগে ত্বক হবে উজ্জ্বল 'স্ক্রাব’ করুন ৫ উপায়ে

1। কমলালেবুর শুকনো খোসা গুঁড়ো সঙ্গে মেশান চিনির গুঁড়ো ও লেবুর রস। ৩ উপাদান দিয়ে ভালো ভাবে ত্বকের ওপর ম্যাসাজ করুন,, দেখবেন ত্বক ভিতর থেকে কতো উজ্জ্বল দেখাচ্ছে।

2। ত্বকের জেল্লা ফেরানোর জন্য অলিভ তেল নিন দু ফোঁটা মধু আর ১ চামচ লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

4। গ্রিন টি, মধু, মুলতানি মাটি নিন একটি বাটিতে। তারপর সেটা ভালো করে মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ মুখে লাগিয়ে তা হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।

5। আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে দুই চামচ ওটস, দু চামচ চিনি, ও এক চামচ গোলাপজল মেশান। তারপর সেটা মুখে লাগান। এরপর শুকিয়ে এলে তুলো গরম জলে ভিজিয়ে তা তুলে ফেলুন।

আরোও পড়ুন,

Dark Skin:কালী পুজোর আগে কালো ত্বক ফর্সা করুন,রইলো ৫ উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *