Besan Face Pack For Glowing Skin: তৈলাক্ত ত্বকের জন্য বেসনের ফেসপ্যাক
বেসন ত্বকের জন্য খুব ভালো,, এটি একটি খুব ভালো ক্লিনজার যা ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতেও বেশ সক্ষম। বেসন একটি ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে নরম করে তুলতে সাহায্য করে। বিভিন্ন উপাদানের সঙ্গে সপ্তাহে দুদিন বেসন মিশিয়ে বিভিন্ন ধরনের ফেসপ্যাক তৈরি করে ত্বকের অনেক সমস্যা দূর করা যায়। আর সেটির কথাই আজকে আমি আপনাদেরকে বলবো –
Besan Face Pack For Glowing Skin At home
আপনার ত্বকে কি দাগ আছে, ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে গেছে বা ট্যানিং দূর করতে চাইলে বেসন সব ক্ষেত্রেই উপকারী। প্রতিটি ত্বকের জন্য এখানে কিছু কার্যকরী বেসনের ফেস প্যাক দেওয়া হল।
বেসনের ফেস প্যাক ( Besan Face Packs )
১/ ব্রণর জন্য
বেসনের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য যা ব্রণ দূর করতে সক্ষম।। যাদের মুখে ব্রণের লাল দানা দেখা যায় তারা এই ফেসপ্যাকটি তৈরি করে লাগাতে পারেন। একটি পাত্রে ২ চামচ বেসন নিন এবং প্রয়োজনমতো হলুদ দিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।
বেসন ও মধুর ফেসপ্যাক
২/ শুষ্ক ত্বকের জন্য
একটি কলা নিন এবং এতে ২ চামচ বেসন মিশিয়ে নিন। ভালো করে মেলানোর পর এতে দুধ মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকে আর্দ্রতা দেয়
রূপচর্চায় বেসনের উপকারীতা
৩/ বেসন ৩ টেবিলচামচ, হলুদ ১ টেবিলচামচ
উপাদান গুলো ভালো করে মেখে মুখে লাগিয়ে নিন। যদি ট্যান এরিয়া থাকে সেই জায়গায় ও লাগান।
২০মিনিট মতো অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ড্যামেজ ত্বক এর যত্নে ও ত্বকের টেক্সচার উন্নত করতে ভীষণই উপকারী।।
৪/ তৈলাক্ত ত্বকের জন্য
বেসন দিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক মুখের ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে ভালো প্রভাব দেখায়। এটি তৈরি করতে, একটি পাত্রে ২ চামচ মুলতানি মাটি এবং এক চামচ বেসন নিন। ।সব ধরনের ত্বকে কাজ দেয় এটা।ত্বকে পিএইচ এর মাত্রা ধরে রাখে ও বলিরেখা কমিয়ে দেয়।
বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়
দাগের জন্য
পিগমেন্টেশন বা কালো দাগ হালকা করতে এই ফেসপ্যাকটি তৈরি করুন। ১ চা চামচ বেসন এর মধ্যে আধা চা চামচ লেবুর রস, মিশিয়ে নিন। এই পেস্টটি ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর হালকা হাতে ঘষে ধুয়ে নিন।
ব্ল্যাকহেডসের জন্য
বেশিরভাগ লোকের নাকের কাছে এবং চিবুকের উপর কালো দাগ হয়। এই ব্ল্যাকহেডগুলিতে ময়লা জমে যা সহজে বের হয় না। বেসন এবং পেঁপে দিয়ে তৈরি এই ফেসপ্যাক ব্ল্যাকহেডস কমাতে প্রভাব দেখায়। এটি প্রয়োগ করতে, একটি পাত্রে এক চামচ বেসন এবং ৫ থেকে ৬ টুকরো পেঁপে নিয়ে একটি ব্লেন্ডারে পিষে নিন। এই পেস্টটি মুখে ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক কি সুন্দর হয়ে গেছে।।
আরও পড়ুন,
Best Skin Tightening Cream For Face
Tags – Besan Face Pack , skin Care