Spread the love

পূজোর আগে উজ্জ্বল ত্বক পাওয়ার উপায়: Glow Face Pack


Tips For Glowing Skin: পূজোর আগে নিজের মুখ ও ত্বক নিয়ে সকলে সচেতন থাকে….. সারা বছর ত্বকের প্রতি অবহেলা থাকলেও এই পূজোর দিন গুলোতে সকলে চায় একটু নিজেদের ত্বক যেনো সুন্দর থাকে।।। তাই রইল দারুণ এভাবে করলে মুখের গ্লো বাড়বে …


IMG_20231006_234410-1696616130470 পূজোর আগে উজ্জ্বল ত্বক পাওয়ার উপায়: Glow Face Pack

কীভাবে ত্বককে রাতারাতি উজ্জ্বল করবেন? রইল ঘরোয়া উপায়

ফল খেলে শরীর পুষ্টি পায়। স্বাস্থ্যের যত্ন নিতে তাই ফল খাওয়া অত্যন্ত জরুরি। তবে ফল শুধু শরীর নয়, যত্ন নেয় ত্বকেরও। ভিতর থেকে ত্বক যাতে উজ্জ্বল হয়, তার জন্য নিয়মিত ফল খাওয়া জরুরি। তবে খাওয়ার পাশাপাশি ফল যদি মাখেন তা হলেও মিলবে উপকার।

চটজলদি জেল্লাদার ত্বক চান? এই পদ্ধতিগুলো মেনে চলুন

পাকা কলা

যে কোনও ধরনের ত্বকের জন্যই এই প্যাক খুবই উপকারী। পাকা কলার সঙ্গে এক চামচ মধু মেশান।।ভাল করে ত্বকে মেখে রাখুন কিছু ক্ষণ। কলা প্রাকৃতিক টোনার। দশ মিনিট রেখে ধুয়ে নিন এই প্যাক। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলেই চেহারায় আলাদা উজ্জ্বল ভাব দেখতে পাবেন।


ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায়


টম্যাটো

টম্যাটো প্রাকৃতিক ট্যান রিমুভার। রোদ থেকে ঘুরে এসে এই প্যাক মাখলে তা ত্বকের ট্যান সরাতে সাহায্য করে। সঙ্গে দাগছোপ ও দূর হবে।। টম্যাটোর সঙ্গে কাঁচা হলুদ ও চিনি মিশিয়ে ত্বকে অ্যাপ্লাই করলে ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে এই ফেসপ্যাক বিশেষ কার্যকর।


ত্বক উজ্জ্বল ও মসৃণ করার উপায়


এছাড়াও…..


ত্বক উজ্জ্বল করার সহজ কিছু টিপস্….


প্রতিদিন ৩-৪ লিটার জল পান করুন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


রাতে একটানা ন্যূনতম ৮ ঘণ্টা ঘুমনোর চেষ্টা করুন।


খাওয়াদাওয়া ঠিক করুন। একটি বা দুটি ফল খান প্রতিদিন। পাতিলেবু খান। পাতে রাখুন প্রচুর মরসুমি শাক-সবজি।


রোদের প্রভাবে ত্বকের অনেক ক্ষতি হয়। তবে, কাজের জন্য বের হলে অবশ্যই ছাতা, সানগ্লাস ব্যবহার করুন।


ঘুম থেকে উঠে, বাইরে থেকে এসে ও রাতে ঘুমের আগে- দিনে তিনবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধোওয়ার পর অবশ্যই কোনও হালকা ময়েশ্চরাইজার ব্যবহার করুন।


শ্যামলা ত্বক ফর্সা করার উপায়


সপ্তাহে ১-২ দিন স্ক্রাব করুন। ত্বকের মৃত কোষ উঠে যাবে। তবে ব্রণ থাকলে সেই স্থানটা এড়িয়ে যান।


এতেই দেখবেন মুখ খুব ভাল গ্লো করবে। মুখে কোনও রকম ফাউন্ডেশন, বিবি ক্রিম লাগানোর প্রয়োজন পড়বে না। পার্টি বা কোনও অনুষ্ঠানে যাওয়ার থাকলে চোখে একটু কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগান, এতেই ভাল লাগবে দেখতে। এক কথায় বলা যেতে পারে ইনস্ট্যান্ট গ্লো পেতে এর থেকে মুখ্যম উপায় আর কিছু নেই।


আরোও পড়ুন,

Skin Brightening Face Pack Natural – পূজোর আগে ত্বক উজ্জ্বল করার ফেসপ্যাক



Tags – Glowing Skin Tips, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *